IQNA

আয়াতুল্লাহ সিস্তানির সাথে ক্যান্সারে আক্রান্ত শিশুদের সাক্ষাৎ

20:07 - December 15, 2021
সংবাদ: 3471142
তেহরান (ইকনা): গতকাল ক্যান্সারে আক্রান্ত বেশ কয়েকজন শিশু এবং ইমাম হুসাইন (আ.)এর পবিত্র মাজারের আওতাধীন ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন ফর টিউমার অ্যান্ড অনকোলজি "ওয়ারেস"-এর চিকিৎসা কর্মীরা গতকাল ১৪ই ডিসেম্বর,  ইরাকের সবচেয়ে প্রভাবশালী শিয়া আলেম আয়াতুল্লাহ আলী সিস্তানি(হাফিজাহুল্লাহ)-এর সাথে দেখা করেছেন।
বৈঠকের সময় আয়াতুল্লাহ সিস্তানিকে (হাফিজাহুল্লাহ) ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন ফর টিউমার অ্যান্ড অনকোলজি "ওয়ারেস"-এর কার্যক্রম এবং ক্যান্সার রোগীদের জন্য এর পরিষেবা সম্পর্কে ব্রিফ করা হয়েছিল। এই ব্রিফটি ফাউন্ডেশনের মহাপরিচালক হায়দার হামজাহ আল-আবেদি আয়াতুল্লাহ সিস্তানির(হাফিজাহুল্লাহ) সম্মুখে তুলে ধরণে।
 
এছাড়াও তিনি ইমাম হুসাইন (আ.)এর পবিত্র মাজারের আওতাধীন ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন ফর টিউমার অ্যান্ড অনকোলজি "ওয়ারেস"-এর চিকিৎসা, নার্স, স্টাফ এবং কর্মীদের প্রচেষ্টার প্রশংসা করেন।
 
বৈঠকের পর, উচ্চ-পদস্থ শিয়া কর্তৃপক্ষ লিউকেমিয়ায় আক্রান্ত মেয়ে "জানাত এমাদ আব্দুল ওয়াহাব" এর কথা শোনেন এবং তিনি রোগীদের সুবিধার্থে বিনামূল্যে ২০ দিনের চিকিৎসা প্রদানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট আহ্বান জানান। iqna
 
 

 

captcha