IQNA

উজবেকিস্তানে জুমার নামাজ পড়ার অনুমতি

20:02 - September 03, 2020
সংবাদ: 2611417
তেহরান (ইনকা): উজবেক সরকার ঘোষণা করেছে যে, সেদেশের মসজিদগুলোয় ৫ সেপ্টেম্বর থেকে জুমার নামাজ পড়ার অনুমতি দেওয়া হবে।

বিশেষ সর্ত সাপেক্ষে এই অনুমোদন দেওয়া হয়েছে। নামাজে অংশগ্রহণকারী মুসল্লিদের অবশ্যই মাস্ক ব্যবহার করা লাগবে এবং মসজিদগুলোয় অবশ্যই ক্রমাগত জীবাণুমুক্ত করা লাগবে।
এছাড়াও মসজিদে উপস্থিতির সময় সামাজিক দূরত্ব মেনে চলে হবে।

উজবেকিস্তানে আগামীকাল (৫ সেপ্টেম্বর) থেকে সিনেমা হল, থিয়েটার এবং বিনোদন পার্ক পুনরায় চালু করার পরিকল্পনা করছে। iqna

captcha