IQNA

মার্কিন-ইসরাইলি ষড়যন্ত্রের ব্যাপারে সতর্ক থাকুন: সাইয়্যেদ নাসরুল্লাহ

23:30 - June 16, 2020
সংবাদ: 2610964
তেহরান (ইকনা): ইহুদিবাদী ইসরাইলের স্বার্থ রক্ষার্থে আমেরিকা যেসব ষড়যন্ত্র ষড়যন্ত্র করছে সে ব্যাপারে সতর্ক থাকার জন্য লেবাননের জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন ইসলামি প্রতিরোধ আন্দোলন- হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ।

ফিলিস্তিনের ইসলামি জিহাদ আন্দোলনের সাবেক প্রধান রমাজান আব্দুল্লাহর মৃত্যু উপলক্ষে তিনি মঙ্গলবার রাতে এক টেলিভিশন ভাষণে এ সতর্কবাণী উচ্চারণ করেন। পার্সটুডে

সাইয়্যেদ নাসরুল্লাহ দখলদার ইসরাইলবিরোধী প্রতিরোধ সংগ্রামে মরহুম রমাজান আব্দুল্লাহর অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে বলেন, আজ জর্দান নদীর পশ্চিম তীর গ্রাস করে নেয়ার যে ষড়যন্ত্র আমেরিকা ও ইসরাইল করছে তার বিরুদ্ধে সংগ্রাম করার জন্য রমাজন আব্দুল্লাহর মতো নেতার বড় প্রয়োজন।
সম্প্রতি রমাদান আব্দুল্লাহ মৃত্যুবরণ করেন (ফাইল ছবি)

হিজবুল্লাহর মহাসচিব বলেন, লেবাননের রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল করতে বিদেশি ষড়যন্ত্র শরু হয়েছে; কাজেই এ ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে। লেবাননের মন্ত্রিসভার পদত্যাগের গুজবও তিনি কঠোর ভাষায় নাকচ করে দেন।

সাইয়্যেদ নাসরুল্লাহ সিরিয়ার বিরুদ্ধে আমেরিকার একতরফা অর্থনৈতিক নিষেধাজ্ঞার প্রতি ইঙ্গিত করে বলেন, এ নিষেধাজ্ঞার মাধ্যমে মার্কিন সরকার সিরিয়ার সাধারণ মানুষকে টার্গেট করেছে। এ ধরনের নিষেধাজ্ঞার ফলে সিরিয়ায় আবার বিশৃঙ্খলা ও গোলযোগ দেখা দেবে বলে তিনি মন্তব্য করেন। আজ (বুধবার) থেকে সিরিয়ার বিরুদ্ধে নয়া মার্কিন নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার কথা রয়েছে। iqna

captcha