IQNA

ইরানের প্রেসিডেন্ট;

নিষেধাজ্ঞা দিয়ে আমেরিকা তার কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে সক্ষম হয়নি

20:58 - December 25, 2018
সংবাদ: 2607614
আন্তর্জাতিক ডেস্ক: ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, নিষেধাজ্ঞা আরোপের মাধ্যমে জনগণের ওপর চাপ সৃষ্টি করে ইসলামি সরকারকে নতজানু করতে চায় আমেরিকা। এর কারণ হচ্ছে ওয়াশিংটন মনে করে মধ্যপ্রাচ্যে তার নীতি বাস্তবায়ন করার ক্ষেত্রে শক্তিশালী ইরান হচ্ছে বড় বাধা।

বার্তা সংস্থা ইকনা: ইরানের জাতীয় সংসদে দেয়া বক্তৃতায় তিনি আজ (মঙ্গলবার) এসব কথা বলেন। ভাষণের এক পর্যায়ে তিনি আগামী অর্থ বছরের রাষ্ট্রীয় বাজেট পেশ করেন। প্রেসিডেন্ট রুহানি বলেন, ইরানের সক্ষমতায় আমেরিকা ভীত এবং তারা ইরানের অভ্যন্তরীণ উন্নয়নকে পদদলিত করতে চায়। তিনি বলেন, ইরানের জনগণের মাঝে আমেরিকা হতাশা ছড়িয়ে দিয়ে এটা বোঝাতে চায় যে, ইরান অকার্যকর একটি রাষ্ট্র।

প্রেসিডেন্ট রুহানি স্পষ্ট করে বলেন, নিষেধাজ্ঞার নেতিবাচক প্রভাব কেউ অস্বীকার করতে পারবে না কিন্তু একথাও কেউ বলতে পারবে না যে, নিষেধাজ্ঞা দিয়ে আমেরিকা তার কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে সক্ষম হয়েছে।

২০১৫ সালে পরমাণু সমঝোতা সইয়ের পর ইরানের ওপর থেকে কিছু নিষেধাজ্ঞা তুলে নিলেও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর সমঝোতা বাতিল করেন এবং ইরানের ওপর নতুন করে অন্যায় নিষেধাজ্ঞা আরোপ করেছেন।

iqna

captcha