IQNA

তাওয়াসসুল কি এবং কেন তা এত গুরুত্বপূর্ণ?

9:15 - July 28, 2018
সংবাদ: 2606320
আল্লাহর নৈকট্যপ্রাপ্ত ওলি-আওলিয়া কিংবা নবী-ইমামকে (আ.) ওসিলা করে আল্লাহর দরবারে বিশেষ মুনাজাত ও প্রার্থনার নাম হচ্ছে তাওয়াসসুল। আবার নবী-ইমামকে (আ.) ওসিলা করে আল্লাহর প্রতি একাগ্রতা নামও তাওয়াসসুল।

তাওয়াসসুল কি এবং কেন তা এত গুরুত্বপূর্ণ?


বার্তা সংস্থা ইকনা: একজন আধ্যাত্মিক সাধক এক ঘন্টা তাওয়াসসুলের মাধ্যমে আল্লাহ তায়ালার যে নৈকট্য ও সন্তুষ্টি অর্জন করতে পারে, তা এ বছর ইবাদতের মাধ্যমেও কোন ইবাদতকারী হাসিল করতে পারে না।

এখন পবিত্র রমজান মাস চলছে। এ মাসে আল্লাহ বান্দার প্রার্থনাকে সহজে কবুল করেন।আবার ১৯ থেকে ২১ রমজান হচ্ছে আমিরুল মু'মিনিন আলীর (আ.) শাহাদত দিবস; তাই এ সুযোগকে কাজে লাগিয়ে প্রত্যেক ধর্মপ্রাণ মুসলমানের উচিত রাসূলুল্লাহ (সা.) ও ইমাম আলীকে (আ.) ওসিলা দিয়ে এমন প্রার্থনা করা- হে মাওলা! এ পবিত্র দিনগুলিতে আপনি উম্মতের সহায়ক, ও রক্ষাকারী এবং আপনিই সর্বোত্তম সৃষ্টি। আপনি আমাদেরকে গ্রহণ করে নিন এবং আমাদের জন্য আল্লাহর দরবারে বিশেষ সুপারিশ করুন। যাতে আল্লাহ আমাদেরকে তার বিশেষ রহমত ও বরকতের পরশে গ্রহণ করে নেন।

হে মাওলা! আপনাদেরকে ওসিলা দিয়ে আমরা আল্লাহর দরবারে এ প্রার্থনা করি; যাতে তিনি আমাদের গুনাহসমূহ ক্ষমা করে দেন। এবং আমাদেরকে সঠিক ও সত্য পথে হেদায়েত দান করেন।

captcha