IQNA

সিরিয়ার দক্ষিণাঞ্চলে ১১টি সশস্ত্র গোষ্ঠীর জোট

23:38 - July 08, 2018
সংবাদ: 2606166
আন্তর্জাতিক ডেস্ক: সিরিয়ার দেরা শহরে বিরোধীদের ১১টি সশস্ত্র গোষ্ঠী জোট বেধেছে। তারা তাদের এই জোটকে "দক্ষিণা বাহিনী" নামকরণ করেছে।

 

বার্তা সংস্থা ইকনা: বিরোধীদের ১১টি সশস্ত্র গোষ্ঠী এক যৌথ বিবৃতিতে ঘোষণা করেছে, এখন থেকে তারা ঐক্যবদ্ধ হয়ে সকল কার্যক্রম কর এবং তাদের সংগ্রাম অব্যাহত রাখবে।

দারায় হত্যাকাণ্ডের অবসানের জন্য রাশিয়ার সাথে কয়েকটি সশস্ত্র গোষ্ঠীর চুক্তি হয়। এছাড়াও শুক্রবার সরকারি সেনারা জর্ডান সীমান্তের কৌশলগত নাসিব ক্রসিং পয়েন্টের নিয়ন্ত্রণ নিতে সক্ষম হয়। সিরিয়া বাহিনীর এই দুটি সফলতার পর দারা শহরের ১১টি সশস্ত্র সন্ত্রাসী এই সিদ্ধান্ত গ্রহণ করে।

এর আগে, সিরিয়ার বিরোধী দলগুলোর ঘোষণা করেছিল দারা প্রদেশের সূত্র ধরে রাশিয়া বাহিনীর সাথে তাদের একটি চুক্তি হয়। এই চুক্তি অনুযায়ী, বেশ কয়েকটি স্তরে তারা তাদের মধ্যম ও ভারী অস্ত্রসমূহ হস্তান্তর করবে। এই চুক্তি অনুযায়ী রাশিয়ান সৈন্যদের জর্ডান সীমান্তের কৌশলগত নাসিব ক্রসিং পয়েন্টে স্থাপন করা হয়েছে।

iqna

 

captcha