IQNA

তাজিকিস্তানের কালো তালিকায় হিজাবধারী নারীরা

19:00 - August 21, 2016
সংবাদ: 2601430
আন্তর্জাতিক ডেস্ক: ৬৪৩ জন নারীকে হিজাব পরার অপরাধে কালো তালিকাভূক্ত করেছে তাজিকিস্তান পুলিশ।
World Bulletin এর উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা: তাজিকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কার্যালয় প্রধান কর্নেল আমিন জালিলোভ সোগদিয়া রাজ্যের রাজধানী খুজান্দে ঘোষণা করেছেন: চলতি বছরের প্রথম ৬ মাসে ৬৮৫টি অভিযোগ এ শহরে দায়ের করা হয়েছে।

তিনি বলেন: এর মধ্যে ৬৪৩টি অভিযোগ হিজাবধারী নারীদের বিরুদ্ধে। তাদের নাম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে লিপিবদ্ধ করা হয়েছে। তাদের মধ্যে ৫১৩ জন খুজান্দ শহরের বাসিন্দা।

যে কোন প্রকার প্রতীক যা সরকার বিরোধী হিসেবে গণ্য হয় তার ওপর কড়া নজর রাখে তাজিকিস্তান সরকার এবং সবসময় সেগুলোকে শক্ত হাতে দমন করতে চায়।

ফেব্রুয়ারি মাসে তাজিকিস্তান পুলিশ কর্তৃক হিজাবধারী ২ জন নারীকে গ্রেপ্তারের একটি ভিডিও প্রকাশের পর ক্ষোভে ফেটে পড়ে দেশটির সাধারণ জনগণ।

প্রসঙ্গত, সাবেক সোভিয়েত ইউনিয়নের অন্তর্ভুক্ত অন্যান্য দেশগুলোর মত মধ্য এশিয়ার তাজিকিস্তানের সরকারও সেক্যুলার। অথচ দেশটির অধিকাংশ জনগণই মুসলমান।#3524289

captcha