IQNA

সর্বোচ্চ নেতার সাথে সাক্ষাত করলেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট

22:43 - April 24, 2016
সংবাদ: 2600660
আন্তর্জাতিক ডেস্ক: ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা ও ইসলামী বিপ্লবের রাহবার হযরত আয়াতুল্লাহ আল উযমা সাইয়্যেদ আলী খামেনেয়ীর সাথে সাক্ষাত করেছেন ইরান সফররত দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট জাকুব জুমা।

বার্তা সংস্থা ইকনা: হযরত আয়াতুল্লাহ আল উযমা সাইয়্যেদ আলী খামেনেয়ী আজ রবিবার ২৪ এপ্রিল বিকালে ইসলামী প্রজাতন্ত্র ইরান সফরত দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট জাকুব জুমা'র সাথে সাক্ষাত করেছেন।

এ সাক্ষাত অনুষ্ঠানে ইরানের সর্বোচ্চ নেতা ও ইসলামী বিপ্লবের রাহবার দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট জাকুব জুমা'র উদ্দেশ্যে বলেন: ইরান বিশ্বের যে কোন স্বাধীনচেতা দেশের সাথে সম্পর্ক জোরদারে আগ্রহী। ইরানের পররাষ্ট্রনীতিতে আফ্রিকা মহাদের বিশেষ গুরুত্ব রয়েছে। কেননা এ মহাদের দেশগুলো পরাশক্তি ও সম্রাজ্যবাদিদের হাতে নির্যাতিত। তাই আমরা বিশ্বের সকল নির্যাতিত জাতি বিশেষ করে আফ্রিকা মহাদেশের জনগণের পাশে রয়েছি।

দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট জাকুব জুমা ইরান সফর করে তার অনুভূতির কথা প্রকাশ করে বলেন: ইরান ও দক্ষিণ আফ্রিকা বিভিন্ন আন্তর্জাতিক বিষয়ে অভিন্ন অবস্থান গ্রহণ করতে পারে।

হযরত আয়াতুল্লাহ আল উযমা সাইয়্যেদ আলী খামেনেয়ী'র দপ্তর কর্তৃক প্রকাশিত এ খবরে উল্লেখ করা হয় যে, সাক্ষাত অনুষ্ঠানে ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ডা: হাসান রুহানিসহ মন্ত্রীবর্গ উপস্থিত ছিলেন।

iqna


captcha