ইকনা- মুসতানসিরিয়া মাদরাসা ইরাকের বাগদাদে অবস্থিত একটি ঐতিহাসিক স্থাপনা, যা মধ্যযুগে উচ্চশিক্ষার একটি সর্বজনীন ব্যবস্থা প্রদান করত। আব্বাসীয় খলিফা আল-মুসতানসির বিল্লাহ আবু জাফরের নামে করা এবং তাঁরই তত্ত্বাবধানে এটি নির্মিত হয়েছিল। এটি বাগদাদের আব্বাসীয় স্থাপত্যের অন্যতম টিকে থাকা নিদর্শন হিসেবে বিবেচিত। বর্তমানে এটি আল-মুসতানসিরিয়া বিশ্ববিদ্যালয়ের একটি অংশ।
13:07 , 2025 Jul 24