IQNA

নেদারল্যান্ডসে পুলিশ কুরআন অবমাননার বিরোধীদের সাথে মোকাবিলা করে

14:05 - January 17, 2024
সংবাদ: 3474956
ইকনা: নেদারল্যান্ডসে পবিত্র কুরআন অবমাননাকারী এক ব্যক্তির উপর কয়েক জন সাহসী মুসলিম যুবক সোচ্চার হলে সেদেশের পুলিত তাদের উপর হামলা চালায়।

নেদারল্যান্ডসের উগ্র ডানপন্থী দল পেগিডা'র নেতা, ইসলামবিদ্বেষী এডউইন ওয়াগেনসভেল্ড পবিত্র কুরআন পোড়ানোর চেষ্টাকালে কয়েকজন মুসলিম যুবক তাতে বাধা দিয়েছেন।

চরমপন্থী এডউইন ওয়াগেনসফেল্ড, চরমপন্থী গ্রুপ পেগিদার প্রধান, শহরের কেন্দ্রস্থলে কোরান পোড়ানোর চেষ্টা করেছিল, যার ফলে মুসলিমরা তাকে জোর করে থামানোর চেষ্টা করে, কিন্তু পুলিশ তাদের মারধর করে এবং পরে এই চরমপন্থীকে রক্ষা করতে গিয়ে তাকে পুলিশের গাড়িতে তুলে দেন।

স্থানীয় সংবাদমাধ্যম ডেইলি গেলডারল্যান্ডার জানিয়েছে, নেদারল্যান্ডসের পূর্বাঞ্চলীয় প্রদেশ গেলডারল্যান্ডের রাজধানী আর্নহেমে শহরের জান্সপ্লেইন এলাকায় পুলিশের উপস্থিতিতে পবিত্র কুরআন পোড়ানোর চেষ্টা করেন এডউইন ওয়াগেনসভেল্ড। পুলিশি নিরাপত্তাকে ভেদ করে এক মুসলিম এডউইন ওয়াগেনসভেল্ডের মুখে লাথি মারে। পরে আবার কুরআন পোড়ানোর চেষ্টা করলে আবারও মুসলিম যুবকরা তেড়ে আসতে থাকে। এসময় ভয়ে এডউইন কাপুরুষের মতো দৌড়ে পুলিশের গাড়িতে চড়ে পালিয়ে যায়।

এদিকে, এ ঘটনায় শহরের মুসলিম অধিবাসীরা ক্ষোভ জানিয়েছেন। অসন্তোষ প্রকাশ করেছেন আর্নহেম শহরের মুসলিম মেয়র আহমেদ মারকুচও।

প্রায় ১০ পেগিদা চরমপন্থী এই শহরে কোরান পোড়ানো এবং মুসলমানদের উস্কানি দেওয়ার অনুষ্ঠানে অংশ নিয়েছিল এবং পুলিশ ঘোষণা করেছে যে তারা তিনজন মুসলমানকে গ্রেপ্তার করেছে।

ইসলামবিদ্বেষী এডউইন ওয়াগেনসভেল্ড এর আগে ২০২৩ সালের ২৩ সেপ্টেম্বর নেদারল্যান্ডসের হেগে অবস্থিত তুরস্কের দূতাবাসের সামনে পবিত্র কুরআন ছিঁড়ে ফেলে তা পদদলিত করে। এছাড়া, নেদারল্যান্ডসে অবস্থিত পাকিস্তান, ইন্দোনেশিয়া ও ডেনমার্কের দূতাবাসের সামনে একাধিকবার কুরআন ছিঁড়ে ফেলে।

captcha