IQNA

মিয়ানমারে জান্তা বাহিনীর সঙ্গে বিদ্রোহীদের সংঘর্ষ, নিহত ৭০

8:29 - November 21, 2022
সংবাদ: 3472857
তেহরান (ইকনা): মিয়ানমারের সাগাইং রাজ্যে জান্তা বাহিনী ও তাদের মিত্রদের সঙ্গে বিদ্রোহী গোষ্ঠীগুলোর সংঘর্ষে অন্তত ৭০ সেনা নিহত হয়েছে বলে দাবি করেছে পিপলস ডিফেন্স ফোর্সেস (পিডিএফ)। অপরদিকে ওই সংঘর্ষে অন্তত ৬০ বিদ্রোহী আহত হয়েছে বলে দাবি করেছে সামরিক সরকারের মিত্র এসএনএ। ইরাবতী
শুক্রবার দেশটির কারাগারে থাকা সব রাজনৈতিক বন্দির মুক্তির দাবি জানিয়েছে মিয়ানমারের জাতীয় ঐক্য সরকার। জান্তা সরকারের ওপর চাপ প্রয়োগ বাড়ানোর আহ্বানও জানান তারা। এর আগে চলতি সপ্তাহেই চার বিদেশিসহ ছয় হাজার বন্দিকে মুক্তি দেয় জান্তা সরকার। মিয়ানমারের বিভিন্ন রাজ্যে জান্তা বাহিনীর সঙ্গে বিদ্রোহী যোদ্ধাদের সংঘাত অব্যাহত আছে।
 
সংবাদমাধ্যম ইরাবতী জানায়, উত্তরাঞ্চলীয় সাগাইং রাজ্যে সামরিক সেনা ও তাদের মিত্র শান্নি আর্মিদের সঙ্গে বিদ্রোহী গোষ্ঠীগুলোর ব্যাপক সংঘাত হয়েছে। এতে বহু সেনা ও তাদের মিত্ররা হতাহত হয়েছে বলে দাবি করেছে পিডিএফের। গত তিন দিনে সাগাইং বাদে অন্য রাজ্যগুলোতে বিদ্রোহীদের হামলায় অন্তত ৩৩ জন সেনা নিহত হয়েছে। অপরদিকে দুজন বিদ্রোহীর মৃত্যু হয়েছে বলে জানানো হয়।
 
২০২১ সালে মিয়ানমারে গণতান্ত্রিক সরকারকে হটিয়ে ক্ষমতা দখলের পর থেকেই জান্তা সরকারের বিরুদ্ধে সোচ্চার বিদ্রোহী গোষ্ঠীগুলো। তাদের দমনে বিভিন্ন রাজ্যে অভিযান চালিয়ে যাচ্ছে জান্তা বাহিনীও। সম্পাদনা: মাজহারুল ইসলাম

 

captcha