IQNA

প্রেসিডেন্ট সাইয়্যেদ ইবরাহিম রায়িসি

পারস্য উপসাগরীয় দেশগুলির সাথে সম্পর্ক সক্রিয় করার জন্য কাতার সফর

21:42 - February 21, 2022
সংবাদ: 3471463
তেহরান (ইকনা): ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইবরাহিম রায়িসি বলেছেন, পারস্য উপসাগরীয় দেশগুলোর সঙ্গে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করছে তেহরান। পাশাপাশি এসব দেশের সঙ্গে প্রতিবেশীসুলভ কূটনীতি সক্রিয় করার কথাও বলেছেন তিনি।

আজ (সোমবার) দুই দিনের সফরে কাতারের রাজধানী দোহার উদ্দেশ্যে তেহরান ছাড়ার আগ মুহূর্তে তিনি সাংবাদিকদের এ কথা বলেছেন। দোহায় অনুষ্ঠানরত গ্যাস রপ্তানিকারক দেশগুলোর শীর্ষ সম্মেলনে যোগ দিতে তিনি এ সফর করছেন। প্রেসিডেন্ট রায়িসি জানান, কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আলে সানির আমন্ত্রণে এসফর অনুষ্ঠিত হচ্ছে।

 

রায়িসি বলেন, "দুটি লক্ষ্য নিয়ে আমি কাতার সফর করছি। এর একটি হচ্ছে কাতারের সঙ্গে বন্ধুত্ব ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের উন্নয়ন এবং দ্বিতীয়টি হচ্ছে- গ্যাস রপ্তানিকারক দেশগুলোর শীর্ষ সম্মেলনে যোগ দেয়া।”

 

কাতারের সঙ্গে যে যৌথ গ্যাস ক্ষেত্র রয়েছে সেখান থেকে গ্যাস উত্তোলনের ব্যাপারে তেহরান ও দোহার মধ্যে অত্যন্ত চমৎকার সহযোগিতা রয়েছে বলে জানান প্রেসিডেন্ট রায়িসি।

 

সর্বশেষ খবর অনুযায়ী, প্রেসিডেন্ট ইব্রাহিম রায়িসি এরইমধ্যে কাতারের রাজধানী দোহায় পৌঁছেছেন। সেখানে তিনি দেশটির আমির তামিম বিন হামাদ আলে সানির সঙ্গে বৈঠক করবেন।

 

কাতার সফরে প্রেসিডেন্ট রায়িসির সঙ্গে বেশ কয়েকজন মন্ত্রী রয়েছেন এবং আশা করা হচ্ছে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করার ক্ষেত্রে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ চুক্তি হবে। iqna

 

captcha