IQNA

মরক্কোয় আইএসের সঙ্গে যোগসাজশের সন্দেহে আটক ৪

19:08 - October 06, 2020
সংবাদ: 2611595
তেহরান (ইকনা): মরক্কোতে বিচারিক পুলিশ স্থানীয় সময় গতকাল সোমবার আইএস জঙ্গিদের সঙ্গে যোগসাজশের সন্দেহে চারজনকে আটক করেছে। পুলিশ বলছে, তারা বিপজ্জনক হামলার পরিকল্পনা করেছিল।

সেন্ট্রাল ব্যুরো অব জুডিশিয়াল ইনভেস্টিগেশন (বিসিআইজে) এক বিবৃতিতে জানায়, মরক্কোতে আটক চারজনের বয়স ২০ বছরের মধ্যে। পুলিশ বলছে, উত্তরের শহর টাঙ্গিয়ারে অভিযান চলাকালে তাঁদের আটক করা হয়।

এএফপির খবরে জানা যায়, বিসিআইজে এক বিবৃতিতে আরও জানায়, তাঁরা সিরিয়া ও ইরাকে আইএস জঙ্গিদের পরিচালিত অভিযানে প্রভাবিত হন। এরপর তাঁরা দেশের পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা চালান। তাঁদের কাছ থেকে অস্ত্র ও বৈদ্যুতিক সরঞ্জাম জব্দ করা হয়েছে।

কর্তৃপক্ষ জানায়, গত সেপ্টেম্বর মাসে তাঁরা আইএসের সঙ্গে জড়িত সেল ভেঙে দিয়েছেন। নিরাপত্তা সদর দপ্তর ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বিরুদ্ধে আত্মঘাতী হামলার ষড়যন্ত্রের জন্য পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।

বিসিআইজের প্রধান আব্দেলহক খৈয়াম এএফপিকে এক সাক্ষাৎকারে জানান, লিবিয়া ও মালির মতো দেশে সহিংসতার কারণে সাহেল-সাহারা এলাকায় আইএস জঙ্গিদের তৎপরতা বাড়ছে। তিনি বলেন, তাঁরা তাঁদের দেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পারছে না।

আব্দেলহক খৈয়াম আরও বলেন, এসব এলাকায় সন্ত্রাসী তৎপরতা, অপরাধীদের নেটওয়ার্ক, মাদক পাচারের মতো ঘটনা বাড়ছে। এসব ঘটনার কারণে সাহেল এলাকা টাইম বোমায় পরিণত হয়েছে। সাহেল-সাহারা এলাকা পশ্চিম আফ্রিকা ও উত্তর-মধ্য আফ্রিকার এলাকায় বিস্তৃত।
সূত্র: prothomalo

captcha