IQNA

বাহরাইনে আলে খলিফার অপরাধ কর্মের প্রতিবাদে সর্বোচ্চ নেতার প্রতিক্রিয়া

19:57 - July 31, 2019
সংবাদ: 2608998
আন্তর্জাতিক ডেস্ক: বাহরাইনে সরকারবিরোধী দুই তরুণের ফাঁসি কার্যকরের তীব্র নিন্দা জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী। তিনি ওই দুই তরুণের শাহাদাৎ প্রসঙ্গে বলেছেন, জুলুম ও বল প্রয়োগ স্থায়ী হবে না বরং চূড়ান্তভাবে ন্যায়কামী জাতিগুলোর ইচ্ছাশক্তিই জয়ী হবে।

বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: সর্বোচ্চ নেতার প্রকাশনা বিষয়ক তথ্যকেন্দ্রের টুইটার পেইজে এ তথ্য প্রকাশ করা হয়েছে। এর আগে দুই রাজবন্দির মৃত্যুদণ্ডের নিন্দা জানিয়ে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়্যেদ আব্বাস মুসাভি সাংবাদিকদের বলেছেন, বাহরাইন সরকার যে পথ বেছে নিয়েছে তাতে দেশটির সংকটের সমাধান হবে না।

জাতিসংঘ ও আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোর তীব্র বিরোধিতার পরও গত শনিবার সকালে বাহরাইনের দুই রাজনৈতিক বন্দির মৃত্যুদণ্ড কার্যকর করে দেশটির রাজতান্ত্রিক সরকার। মৃত্যুদণ্ডের শিকার ওই দুই জন হলেন আলি মুহাম্মাদ আল-আরাব ও আহমাদ ঈসা আল-মালালি। একজন পুলিশ কর্মকর্তাকে হত্যার অভিযোগ এনে তাদেরকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে।

তবে আন্তর্জাতিক মহল থেকে বলা হয়েছে, বিরোধীদের নিশ্চিহ্ন করার লক্ষ্যে নির্যাতনের মাধ্যমে জোরপূর্বক স্বীকারোক্তি নিয়ে ওই দুই তরুণের বিরুদ্ধে মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয়। জাতিসংঘ ও মানবাধিকার সংস্থাগুলো প্রতিবাদ জানিয়ে বলেছে, স্বচ্ছ উপায়ে তাদের বিচার সম্পন্ন করা হয় নি।  iqna

বাহরাইনে আলে খলিফার অপরাধ কর্মের প্রতিবাদে সর্বোচ্চ নেতা

captcha