IQNA

করাচীতে কুরআনিক বিজ্ঞান কোর্স

19:51 - May 07, 2019
সংবাদ: 2608497
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের করাচী শহরে ছাত্র ও ছাত্রীদের জন্য কুরআনিক বিজ্ঞানের আলোকে গ্রীষ্মকালীন কোর্স শুরু হতে যাচ্ছে।

বার্তা সংস্থা ইকনা: এই প্রশিক্ষণ কোর্সটি জামারান নামক কুরআনিক বিজ্ঞান ইন্সটিটিউটের পক্ষ থেকে অনুষ্ঠিত হবে। ১২ই জুনে উক্ত ইন্সটিটিউটের কুরআনিক সেন্টারে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। প্রশিক্ষণ কোর্সটি তৃতীয় শ্রেণী থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য অনুষ্ঠিত হবে।

কুরআনিক বিজ্ঞান কোর্সটি শিক্ষার্থীদের অবসর সময় সঠিক ভাবে ব্যবহারের উদ্দেশ্য অনুষ্ঠিত হবে। এছাড়াও ক্বিরাত সংস্কৃতি শক্তিশালীকরণ ও নতুন প্রজন্মকে কুরআনের শিক্ষার সাথে পরিচয় করানো জন্য টানা ২০ দিন ধরে অনুষ্ঠিত হবে।

এই কোর্সে অংশগ্রহণ করার জন্য শর্ত হচ্ছে, কুরআন শুদ্ধভাবে তিলাওয়াত ছাড়াও দশটি সূরা মুখস্থ থাকতে হবে। এই কোর্সে যারা সফল হবেন, তাদেরকে জামারান কুরআনিক বিজ্ঞান ইন্সটিটিউটের কুরআন হেফজ কোর্সে অংশগ্রহণ করার জন্য আমন্ত্রণ জানানো হবে।  iqna

 

 

 

 

captcha