IQNA

ইমাম মাহদীর আবির্ভাবের মাধ্যমে প্রকৃত প্রভাত দেখা যাবে

21:58 - February 14, 2018
সংবাদ: 2605049
ইমাম মাহদী(আ.) তার আবির্ভাবের পর দুনিয়া থেকে সকল প্রকার জুলুম অন্যায় ও অন্ধকার দূর করে দিয়ে প্রকৃত আলোকোজ্জ্বল প্রভাত উপহার দিবেন।


বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: হুজ্জাতুল ইসলামী মাহদুমি বলেন, ইমাম মাহদীর অন্তর্ধানের মূল কারণ হচ্ছে শেষ যুগে গোটা বিশ্বে ন্যায়বিচার প্রতিষ্ঠা করা, যে খবর মহান আল্লাহ মহানবীকে মেরাজের রাতে দিয়েছিলেন: তোমার সন্তান মাহদীকে শেষ জামানার জন্য গচ্ছিত রেখেছি যাতে সে ঐ সময় গোটা বিশ্বকে ন্যায়পরায়ণতায় পূর্ণ করে দিতে পারে।

মহানবীও বলেছেন: یَملَأُ الله بِهِ الاَرضَ قِسطاً وَ عَدلاً کَما مُلِئَت ظُلماً و جَورا ইমাম মাহদী শেষ জামানায় এসে দুনিয়াকে ন্যায়নীতিতে পরিপূর্ণ করে দিবেন যেভাবে তার পূর্বে দুনিয়া জুলুম ও অত্যাচারে পরিপূর্ণ হয়ে গিয়েছিল।

ইমাম হাসান মুজতাবা (আ.) বলেছেন: আল্লাহপাক শেষ যামানায় একজন মহাপুরুষকে প্রেরণ করবেন এবং তাঁকে ফেরেশতাদের মাধ্যমে সাহায্য করবেন এবং তাঁর সাথীদেরকেও রক্ষা করবেন৷ তাঁকে পৃথিবীর সবকিছুর উপর প্রাধান্য দেয়া হবে৷ তিনি দুনিয়াকে এমনভাবে ন্যায়নীতি ও সাম্যে পরিপূর্ণ করবেন যেমনিভাবে পৃথিবী জুলুম অত্যাচারে ভরে গিয়েছিল৷ সেই ব্যক্তি সৌভাগ্যবান যে, তাঁকে দেখবে এবং তাঁর নির্দেশ পালন করবে (ইহতিজাজা খণ্ড-২, পৃ.-৭০)৷

ইমাম হুসাইন (আ.) বলেছেন: আল্লাহ হযরত মাহদীর মাধ্যমে ধরিত্রীকে তার মৃত্যুর পর পুনর্জীবিত করেন৷ তাঁর মাধ্যমেই সত্য দ্বীনকে সকল দ্বীনের উপর প্রাধান্য দান করবেন যদিও মুশরিকরা তা পছন্দ করে না৷ তিনি অদৃশ্যে থাকবেন অনেকেই দ্বীনচ্যুত হবে আবার অনেকেই দ্বীনের প্রতি প্রতিষ্ঠিত থাকবে৷ যে ব্যক্তি অদৃশ্যকালীন অবস্থায় বিভিন্ন অত্যাচার ও মিথ্যাচারে ধৈর্য ধারণ করবে সে রাসূল (সা.)-এর সাথে থেকে মুশরিকদের বিরুদ্ধে যুদ্ধ করার সমপরিমাণ সওয়াব পাবে (কামালুদ্ দ্বীন খণ্ড- ১, বাব ৩০, হাদিস ৩, পৃষ্ঠা ৫৮৫)৷

captcha