IQNA

করোনাভাইরাসের ব্যাপারে সাইয়্যেদ হাসান নাসরুল্লাহর পরামর্শ + ভিডিও

21:53 - July 25, 2020
সংবাদ: 2611204
তেহরান (ইকনা): লেবাননের নাগরিকদের উদ্দেশ্যে একটি বার্তায় ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ বলেছেন: করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে জয়ের জন্য এই ভাইরাস প্রতিরোধের জন্য গৃহীত পদক্ষেপগুলো মেনে চলতে হবে।

সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ গুরুত্বারোপ করে বলেছেন: আমরা যদি কিছু অভ্যাস পরিবর্তন এবং স্বাস্থ্য প্রোটোকল অনুসরণ করতে প্রতিশ্রুতিবদ্ধ হয়, তাহলে আমরা অবশ্যই করোনার বিরুদ্ধে জয়লাভ করব।

সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ মাস্ক ব্যবহার করে এই সংক্ষিপ্ত বার্তায় বলেন: আমরা যদি এই বিষয়টি হেয় করে দেখি তাহলে আমাদের সমাজ আরও বৃহত্তম বিপর্যয়ের মুখোমুখি হবে।   মহান আল্লাহ এধরণের পরিস্থিতি থেকে আমাদের রক্ষা করুক।

লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব আরও বলেন: আমরা ধৈর্য, প্রতিরোধ, সহনশীলতা, দোয়া, আশ্রয়, প্রচেষ্টা, বুদ্ধি ও বিবেকের উপর নির্ভর, মহান আল্লাহ প্রতি নির্ভর ও বিশ্বাস এবং স্বাস্থ্যবিধি নিয়ম এবং প্রোটোকল মেনে চলে এই যুদ্ধে বিরুদ্ধে বিজয়ী হবো। iqna

 

 

captcha