IQNA

কিরগিজস্তানে বিগত ২৮ বছরে ২৫০০ মসজিদ নির্মাণ

20:39 - January 24, 2019
সংবাদ: 2607782
আন্তর্জাতিক ডেস্ক: কিরগিজস্তানের ধর্মীয় বিষয়ক কমিশনের পরিচালক এক বিবৃতিতে ঘোষণা করেছে, বিগত ২৮ বছরে পঁচিশ শতেরও অধিক মসজিদ নির্মাণ করা হয়েছে।

বার্তা সংস্থা ইকনা: কিরগিজ ধর্মীয় বিষয়ক কমিটির পরিচালক "যায়ের বাক আরগাশুভ" বলেন: কিরগিজস্তানে বিগত ২৮ বছরে পঁচিশ শতেরও অধিক মসজিদ নির্মাণ করা হয়েছে। সোভিয়েত ইউনিয়নের পতনের সময় অর্থাৎ ১৯৯০ সালের এদেশে মাত্র ৩৯টি মসজিদ ছিল।
বর্তমানে কিরগিজ ধর্মীয় বিষয়ক কমিশনে ৩২৩৩টি ধর্মীয় প্রতিষ্ঠান আনুষ্ঠানিকভাবে নিবন্ধিত রয়েছে। এসকল ধর্মীয় প্রতিষ্ঠানের মধ্যে ২৮২২টি ইসলামী সংস্থা, ৩৯৭টি খ্রিষ্টান সংস্থা, ১টি বৌদ্ধ সংস্থা, ১টি ইহুদি সংস্থা এবং ১২টি বাকী ধর্মীয় সংস্থা রয়েছে। iqna

 

captcha