IQNA

মসজিদ পুনর্নির্মাণের আহ্বান জানিয়েছে মরক্কোর এন্ডোমেন্টস মন্ত্রণালয়

23:01 - November 29, 2018
সংবাদ: 2607381
আন্তর্জাতিক ডেস্ক: মরক্কোর এন্ডোমেন্টস মন্ত্রণালয় সেদেশের দাতাদের বন্ধ হয়ে যাওয়া এবং প্রাচীন মসজিদসমূহ পুনর্নির্মাণের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিতে বলেছে।

বার্তা সংস্থা ইকনা: মরক্কোর এন্ডোভমেন্ট অ্যান্ড ইসলামিক অ্যাফেয়ার্স মন্ত্রী আহমদ তৌফিক বলেছেন: বর্তমানে মরক্কোয় ১০০০টি মসজিদ পুনর্নির্মাণের প্রয়োজন রয়েছে। এসকল মসজিদ পুনর্নির্মাণের জন্য ১ ট্রিলিয়ন দিরহাম খরচ হবে বলে ধারণ করা হচ্ছে।
মসজিদ দিবস উপলক্ষে এন্ডোভমেন্ট অ্যান্ড ইসলামিক অ্যাফেয়ার্স মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক অনুষ্ঠানে তিনি আরও বলেন: দাতাদের উচিত হবে বন্ধ হয়ে যাওয়া মসজিদের প্রতি দৃষ্টি আকর্ষণ করা। এসকল মসজিদ পুনরায় খোলার জন্য তাদের চেষ্টা করতে হবে। নতুন মসজিদ নির্মাণের স্থানে বন্ধ হয়ে যাওয়া মসজিদ এবং যেসকল মসজিদ পুনর্নির্মাণ করার প্রয়োজন সেগুলো পুনর্নির্মাণ করতে হবে।
মরক্কোর এন্ডোভমেন্ট অ্যান্ড ইসলামিক অ্যাফেয়ার্স মন্ত্রণালয়ের জরিপ অনুযায়ী, চলতি বছরে মরক্কোয় ১৮৫টি নতুন মসজিদ নির্মাণ করা হয়েছে। এরমধ্যে দাতারা ১৬০টি মসজিদ নির্মাণ করেছে। বাকী মসজিদগুলো এন্ডোভমেন্ট মন্ত্রণালয় নির্মাণ করেছে।
iqna

 

captcha