IQNA

প্রথম নারী প্রধান বিচারপতি নিয়োগ দিল পাকিস্তান

14:43 - September 02, 2018
সংবাদ: 2606607
আন্তর্জাতিক ডেস্ক: তাহিরা সাফদার নামে একজন নারী বিচারপতিকে পাকিস্তানের বেলুচিস্তান হাইকোর্টের প্রধান বিচারপতি নিয়োগ দেয়া হয়েছে।

 

বার্তা সংস্থা ইকনা: গতকাল (১ম সেপ্টেম্বর) তিনি আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন। পাকিস্তানের ইতিহাসে এই প্রথম কোনো নারীকে প্রধান বিচারপতি নিয়োগ দেয়া হলো। 

বেলুচিস্তানের গভর্নর মুহাম্মাদ খান আচাকজাই প্রাদেশিক রাজধানী কোয়েটার গভর্নর ভবনে বিচারপতি তাহিরার শপথ পড়ান। শপথ অনুষ্ঠানে সিনিয়র  বিচারক ও আইনজীবীরা উপস্থিত ছিলেন। 

বিচারপতি সাফদার তাহিরা হচ্ছেন বেলুচিস্তান হাইকোর্টের ১৮তম প্রধান বিচারপতি। তিনি সাবেক প্রধান বিচারপতি মুহাম্মাদ নূর মুসকানজাইয়ের স্থলাভিষিক্ত হবেন।

এর আগে তাহিরা সাফদার ছিলেন বেলুচিস্তান প্রদেশের প্রথম সিভিল জজ এবং পরবর্তীতে তিনি সুনামের সঙ্গে বেলুচিস্তান হাইকোর্টের বিচারপতি নিযুক্ত হন।

সাইয়েদা তাহিরা সাফদা পাকিস্তানের কোয়েটা শহরে ১৯৫৭ সালে জন্মগ্রহণ করেন। তিনি একজন শিয়া মুসলিম নারী। তাহিরা সাফদা এই শহরেই তার লেখাপড়া শেষ করেন এবং কোয়েটার শহরের দাতা হিসেবে সকলে তাকে চেনেন।

iqna

 

captcha