IQNA

পশ্চিমবঙ্গে মাদ্রাসা শিক্ষার সার্বিক উন্নয়নে শিক্ষক-শিক্ষাকর্মী সমিতির স্মারকলিপি

23:56 - August 28, 2018
সংবাদ: 2606576
আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমবঙ্গে মাদ্রাসা শিক্ষার সার্বিক উন্নয়নে রাজ্য মাদ্রাসা পর্ষদে শিক্ষক-শিক্ষাকর্মী সমিতির পক্ষ থেকে বিভিন্ন দাবিতে স্মারকলিপি দেয়া হয়েছে।আজ (সোমবার) এক প্রতিনিধিদল পশ্চিমবঙ্গের রাজধানী কোলকাতায় মাদ্রাসা পর্ষদের সভাপতির হাতে ওই স্মারকলিপি তুলে দেন।

 
বার্তা সংস্থা ইকনা: আজ বেলা ১২ টা নাগাদ রাজ্যের বিভিন্ন জেলা থেকে সরকারি সাহায্যপ্রাপ্ত মাদ্রাসা শিক্ষা কেন্দ্রের শিক্ষকরা কোলকাতার ইলিয়ট হোস্টেলের সামনে জড়ো হয়ে এক পথসভায় অংশ নেন। সেখানে বক্তারা তাদের বিভিন্ন অসুবিধা ও দাবির কথা তুলে ধরেন। পরে শিক্ষক সমিতির এক প্রতিনিধিদল মাদ্রাসা পর্ষদের সভাপতি ডঃ আবু তাহের কামরুদ্দিনের সঙ্গে দেখা করে তাদের দাবিসমূহ তুলে ধরে স্মারকলিপি দেন।

উত্তর ২৪ পরগণা জেলার মাদ্রাসা শিক্ষক-শিক্ষা সমিতির যুগ্মসম্পাদক কবিউল ইসলাম বলেন, ‘গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচনের মধ্যদিয়ে মাদ্রাসা শিক্ষা পর্ষদ গঠন করা, মাদ্রাসা শিক্ষা কেন্দ্র (এমএসকে) ও শিশুশিক্ষাকেন্দ্রগুলো (এসএসকে) মাদ্রাসা শিক্ষা পর্ষদের অন্তর্ভুক্ত করা, মাদ্রাসাগুলোর সংখ্যালঘু মর্যাদা বজায় রেখে মাদ্রাসা সার্ভিস কমিশনের মাধ্যমে শিক্ষক-শিক্ষাকর্মী নিয়োগ ও বদলি প্রক্রিয়া চালু করা, আধুনিক সিলেবাসের নামে সিনিয়র মাদ্রাসার সিলেবাসের মূল পরিকাঠামো পরিবর্তনের চেষ্টা না করা, ইংরেজিমাধ্যম সরকারি হাই মাদ্রাসাগুলোতে প্রথম শ্রেণি থেকে আরবি ভাষা চালু করা, এমএসকে ও এসএসকে শিক্ষক শিক্ষিকাদের সম্মানি বৃদ্ধি করা, সকল প্রকার অনুমোদিত মাদ্রাসার জন্য সংশোধিত স্টাফ প্যাটার্ন অনুমোদনের ব্যাবস্থা করাসহ ২৮ দফা দাবি জানিয়ে স্মারকলিপি দেয়া হয়েছে। আমাদের দাবিগুলো মাদ্রাসা পর্ষদের সভাপতি গুরুত্বসহকারে শুনে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আশ্বাস দিয়েছেন।’

স্মারকলিপি প্রদানে প্রতিনিধি দলে ছিলেন শিক্ষক-শিক্ষাকর্মী সমিতির রাজ্য সভাপতি মাওলানা রফিকুল ইসলাম, রাজ্য সম্পাদক সৈয়দ সাফাকাত হোসেন, সৈয়দ নূরে খোদা, আতিয়ার রহমান, সিরাজুল ইসলাম, সামছুল আলম, আলি মিদ্যা, কবিউল ইসলাম, এমএসকে প্রতিনিধি আবু ঈসা হক, মুহিঙ্গীর হোসেন প্রমুখ। পার্সটুডে

captcha