IQNA

বাইনুল হারামাইনে ঈদুল আযহার নামাজ

14:42 - August 22, 2018
সংবাদ: 2606529
আন্তর্জাতিক ডেস্ক: পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ইরাকের পবিত্র নগরী কারবালায় ইমাম হুসাইন (আ.) ও হযরত আব্বাস (আ.)এর মাজারের মাঝখানে হাজার হাজার মুসল্লি ঈদের নামাজ আদায় করেছেন।

 

বার্তা সংস্থা ইকনা: বাইনুল হারামাইন তথা ইমাম হুসাইন (আ.) ও হযরত আব্বাস (আ.)এর মাজারের মাঝখানে ঈদের নামাজ আদায় করার জন্য আহলে বায়েত (আ.)এর ভক্তগণ ইরাকের বিভিন্ন শহর থেকে কারবালায় উপস্থিত হয়েছেন।

মুসল্লিদের উপচেপড়া ভিড়ের কারণে বাইনুল হারামাইনের আশেপাশের প্রাঙ্গণ ও রাস্তায়ও মুসল্লিরা ঈদের নামাজ আদায় করেছেন।

ঈদের নামাজের খতিব শেখ হাবিব আল-কাজেমী খুতবায় মারজায়াদের অনুসরণ করার আহ্বান জানিয়েছেন।

খতিব ঈদের নামাজের খুতবায় মক্কায় আব্রাহার হামলার সময় হযরত মুহাম্মাদ (সা.)এর সম্মানিত দাদা হযরত আব্দুল মুত্তালিব (আ.)এর ভূমিকার প্রতি ইঙ্গিত করে বলেন: "আমি উঠের মালিক এবং এই পবিত্র ঘর কাবারও মালিক রয়েছে। কাবাঘরের মালিকই এই পবিত্র ঘরকে রক্ষা করবে। ঠিক তেমনই ইরাকে ৬ জন ইমামের (আ.) পবিত্র মাযার রয়েছে এবং এগুলোর রক্ষকও মহান আল্লাহ। তিনিই এগুলো সুরক্ষা করবেন।

iqna

 

 

captcha