IQNA

মসুলে ৯০০ বছরের প্রাচীন গসপেল উদ্ধার

13:59 - August 22, 2018
সংবাদ: 2606528
আন্তর্জাতিক ডেস্ক: ইরাকের নিরাপত্তা বাহিনী এক বিশেষ অভিযান চালিয়ে পাচারকারীদের হাত থেকে ৯০০ বছরের এক খণ্ড প্রাচীন গসপেল উদ্ধার করেছে। পাচারকারীরা এই গসপেলটি চুরি করে বিক্রয় করতে চেয়েছিল। কিন্তু তারা ব্যর্থ হয়েছে।


বার্তা সংস্থা ইকনা: ইরাকি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গতকাল এক বিবৃতিতে ঘোষণা করেছে, ইরাকের নিরাপত্তা বাহিনী গোপন সূত্র ও সঠিক তথ্য মোতাবেক সরজমিনে পর্যবেক্ষণ করে এক অপারেশন চালিয়ে তিন চোরাকারবারিকে গ্রেফতার করেছে। গ্রেফতারের সময় তাদের নিকট হতে একটি প্রাচীন গসপেল (আসমানী গ্রন্থ ইঞ্জিল) উদ্ধার করেছে।
ইরাকের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘোষণা করেছে, ৯০০ বছরের প্রাচীন এই গসপেলটি ইরাকের মসুলের মার্থার চার্চের সম্পদ।
এই বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে, নিরাপত্তা কর্মীরা মসুল শহরের আল-মায়ারেজ এলাকায় অভিযানে চালিয়ে অভিযুক্তদের আটক করেছে এবং তাদের নিকট হতে এই ঐতিহাসিক ইঞ্জিনটি উদ্ধার করেছে।
iqna

 

captcha