IQNA

আফগানিস্তানে সাধারণ ক্ষমার অন্তর্ভুক্ত হচ্ছে আইএসের সদস্যগণ

23:48 - August 04, 2018
সংবাদ: 2606369
আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের উত্তরাঞ্চলের স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছেন, তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ তথা আইএসের যেসকল সদস্যরা আফগানিস্তানের নিরাপত্তা বাহিনীর নিকটে স্বেচ্ছায় আত্মসমর্পণ করছে তাদেরকে সাধারণ ক্ষমার অন্তর্ভুক্ত করার সম্ভাবনা রয়েছে।

মাহাথির মোহাম্মদের জীবনে ইসলাম রাজনীতি ও ভালোবাসা
বার্তা সংস্থা ইকনা: জুযাজান প্রদেশের গভর্নরের মুখপাত্র "মুহাম্মাদ রেজা গাফুরি" এ ব্যাপারে বলেন: আফগানিস্তানের সামরিক বাহিনী দারযাব শহর দখল করার পর দায়েশের যেসকল সদস্যরা আত্মসমর্পণ করেছে তাদেরকে সাধারণ ক্ষমার অন্তর্ভুক্ত করা হবে।
তিনি বলেন: আত্মসমর্পণকৃত এসকল ব্যক্তিদের বিচার বিভাগীয় কর্তৃপক্ষের নিকটে হস্তান্তর করা হবে না। কারণ, তারা শান্তি প্রক্রিয়ায় অংশগ্রহণ করেছে।
মুহাম্মাদ রেজা গাফুরি আরও বলেন: এই পদক্ষেপটি এই গ্রুপের অন্যান্য সদস্যদের আত্মসমর্পণ করার ক্ষেত্রে উৎসাহিত করার জন্য গ্রহণ করা হয়েছে।
এমতাবস্থায় তিনি বলেন: আত্মসমর্পণকৃত ব্যক্তিদের বিরুদ্ধে যদি কোন ব্যক্তি আদালতে অভিযোগ করতে চায়, তাহলে সে আদালতে তার অভিযোগ দায়ের করতে পারে।
iqna

 

 

captcha