IQNA

তিনিই জানেন কখন আবির্ভূত হবেন

14:23 - July 29, 2018
সংবাদ: 2606329
ইমাম মাহদী (আ.) ইমামতিধারার সর্বশেষ মাসুম ইমাম। যিনি আল্লাহর পক্ষ থেকে শেষ জামানায় আবির্ভূত হবেন এবং সারা বিশ্বে ন্যায় ও ইনসাফের হুকুমত প্রতিষ্ঠা করবেন।

তিনিই জানেন কখন আবির্ভূত হবেন

শাবিস্তানের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: মুসলিম জাহানের খ্যাতনামা আধ্যাত্মিক গুরু ও ধর্মীয় নেতা হযরত আয়াতুল্লাহ আল উযমা তাকী বাহজাত (রহ.) ইমাম মাহদীর (আ.) আবির্ভাবের সম্ভব্য সময়ের প্রতি ইশারা করে বলেছেন যে, ইমাম মাহদীর (আ.) কবে এবং কখন ও কিভাবে আবির্ভূত হবেন; তা একমাত্র আল্লাহ তায়ালাই জানেন। আর আল্লাহর ইচ্ছাতেই ইমাম মাহদীও তার আবির্ভাবের সময় সম্পর্কে পুরোপুরি অবহিত আছেন। যদি কেউ এমন মন্তব্য করে থাকে যে, ইমাম মাহদী তার আবির্ভাবের সময় সম্পর্কে অবহিত নয়, তবে নিশ্চয়ই সে অবাস্তব ও ভিত্তিহীন কথা বলেছে।

ইমাম জাফর সাদীক (আ.) থেকে এ সম্পর্কে একটি হাদীসে বর্ণনা করা হয়েছে,

«شیعَتُنا أَصْبَرُ مِنّا... لِأَنّا نَصْبِرُ عَلی ما نَعْلَمُ، وَ شیعَتُنا یَصْبِروُنَ عَلی ما لا یَعْلَموُنَ؛

অর্থাৎ নিশ্চয়ই আমাদের অনুসারীরা অনেক ধৈর্যশীল। আমরা সব বিষয়ে অবহিত ও জ্ঞাত থাকার কারণে ধৈর্য ধারণ করি। কিন্তু আমাদের শিয়ারা আমাদের থেকেও অধিক ধৈর্যশীল। কেননা তারা সে বিষয়ে অবহিত নয়, সে বিষয়েও ধৈর্যধারণ করে থাকে। দ্র: উসূলে কাফী, ২য় খণ্ড, ৯৩ নং পৃষ্ঠা।

এ হাদীসে ইমাম মাহদীর আবির্ভাবের অপেক্ষায় তার অনুসারীদের ধৈর্যধারণের প্রতি ইশারা করা হয়েছে।

captcha