IQNA

থাই ভাষায় "কুরআনের ইতিহাস" গ্রন্থ প্রকাশ

17:55 - July 05, 2018
সংবাদ: 2606137
আন্তর্জাতিক ডেস্ক: থাইল্যান্ডে অবস্থিত ইরানের কালচারাল কাউন্সিলারের সহযোগিতায় আয়াতুল্লাহ মারেফাতের "কুরআনের ইতিহাস" গ্রন্থটি থাই ভাষায় অনুবাদ ও প্রকাশ করা হয়েছে।


বার্তা সংস্থা ইকনা: আয়াতুল্লাহ মারেফাতের "কুরআনের ইতিহাস" গ্রন্থটি থাই ভাষায় অনুবাদ এবং এক হাজার কপি প্রিন্ট ও প্রকাশ করা হয়েছে।
থাইল্যান্ডে অবস্থিত ইরানের কালচারাল কাউন্সিলারের পক্ষ থেকে "টপ" নামক পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এই পরিকল্পনার মধ্যে বেশ কিছু সাংস্কৃতিকমূলক কাজ করা হবে। ইসলামিক আইডিয়াস এর ভূমিকা
প্রচলিত মতামত ও ইসলামের চিন্তা, অন্যান্য ভাষায় ইরান, ফার্সি সাহিত্য ভূমিকা, অনুবাদককে উৎসাহ প্রদান, ফার্সি ভাষায় অনুবাদের জন্য অনুবাদক এবং বিদেশী প্রকাশকদেরকে উৎসাহিত করা এবং বিশ্বব্যাপী বইয়ের বাজারে অংশগ্রহণ সহ অন্যান্য বিষয় বাস্তবায়ন করা এই পরিকল্পনার উদ্দেশ্য।
লেখক "কুরআনের ইতিহাস" গ্রন্থে পৃথক পৃথক অধ্যায়ে ভাগ করেছে। অধ্যায়গুলো হচ্ছে কুরআন সংকলন ও সংগ্রহের পন্থা, লেখার পদ্ধতি এবং ওহি ও নাযিলের ভাবার্থ, নাযিলের পদ্ধতি, খলিফাদের সময় হতে বর্তমান সময় পর্যন্ত কুরআনের আলোকে বিভিন্ন ইতিহাস, কুরআন একত্রীকরণ এবং লেখার ভূমিকায় ইমাম আলী (আ.)এর ভূমিকা।
iqna

 

captcha