IQNA

সিরিয়ায় ইরাকি বিমান হামলা: ৪৫ দায়েশ নিহত

23:55 - June 24, 2018
সংবাদ: 2606050
আন্তর্জাতিক ডেস্ক: ইরাকের সামরিক বাহিনীর বিমান হামলায় সিরিয়ার দেইর আয-জোর প্রদেশে অন্তত ৪৫ দায়েশ সন্ত্রাসী নিহত হয়েছে।

 



বার্তা সংস্থা ইকনা: ইরাকের সামরিক বাহিনীর যৌথ কমান্ড এক বিবৃতিতে জানিয়েছে, দায়েশ সন্ত্রাসী কমান্ডারদের বৈঠকের খবর পেয়ে ইরাকি সেনারা এফ-১৬ জঙ্গিবিমান নিয়ে হামলা চালায়। এ অভিযানে দায়েশের একটি আস্তানা সম্পূর্ণভাবে ধ্বংস এবং ৪৫ সন্ত্রাসী নিহত হয়।

নিহতদের মধ্যে দায়েশের ‘যুদ্ধ উপমন্ত্রী’, কথিত খলিফা আবু বকর আল-বাগদাদির ব্যক্তিগত বার্তাবাহক, গণমাধ্যম বিষয়ক ‘আমির’ এবং পুলিশ প্রধান রয়েছে। এ হামলায় তিনটি বাড়ি ধ্বংস হয়েছে যেগুলোর সঙ্গে ভূগর্ভস্থ টানেলের সংযোগ ছিল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে প্রধানমন্ত্রী হায়দার আল-এবাদির নির্দেশে বিমান হামলা চালানো হয়।

গত বছর থেকে ইরাকের সামরিক বাহিনী সিরিয়ায় তৎপর উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের ওপর বেশ কয়েকবার বিমান হামলা চালিয়েছে। সিরিয়ার সরকারের সঙ্গে ইরাক সরকার বর্তমানে ঘনিষ্ঠভাবে দায়েশ-বিরোধী লড়াইয়ে বিমান হামলা চালাচ্ছে। পার্সটুডে

captcha