IQNA

দুবাই আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় প্রথম আমেরিকানের বিজয়

4:41 - June 11, 2018
সংবাদ: 2605959
আন্তর্জাতিক ডেস্ক: ২২তম দুবাই কুরআন অ্যাওয়ার্ড প্রতিযোগিতায় আমেরিকান প্রতিনিধি আহমাদ বোরহান মুহাম্মাদ প্রথম স্থানের অধিকারী হয়েছেন। প্রথমবারের মতো দুবাই আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় আমেরিকান প্রতিনিধি প্রথম স্থানের অধিকারী হয়েছেন।

দুবাই আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় প্রথম আমেরিকানের বিজয়


বার্তা সংস্থা ইকনা: মার্কিন যুক্তরাষ্ট্রের মিনেসোটা স্টেটের নিউ ব্রাইটন শহরে বসবাস করেন ১৬ বছরের আহমাদ বোরহান মুহাম্মাদ। এ বছর ২২তম দুবাই কুরআন অ্যাওয়ার্ড প্রতিযোগিতায় তিনি সর্বোচ্চ নম্বর সংগ্রহ করে প্রথম স্থানের অধিকারী হয়েছেন।
প্রথমবারের মতো কোন আমেরিকান প্রতিনিধি এই প্রতিযোগিতায় শীর্ষ স্থানে উত্তীর্ণ হয়েছেন।
তিনি বুধবারে তার দেশে ফিরে যান। দেশে ফেরার পর এমপিআর নিউজের সাংবাদিক টম কার্নের সাথে এক সাক্ষাৎকারে বলেন: আমেরিকান প্রার্থী হিসেবে দুবাই কুরআন অ্যাওয়ার্ড প্রতিযোগিতায় প্রথমবারের মতো প্রথম স্থানের অধিকারী হতে পেরে আমি গর্ববোধ অনুভব করছি।
প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য তিনি দীর্ঘ সাত বছর অনুশীলন করছেন। এব্যাপারে তিনি বলেন: আমি যখন ছোট ছিলাম তখন থেকে কুরআন তিলাওয়াত করি এবং কুরআন হেফজ করা শুরু করি। এমন এক সময় চলে আসে যখন আমি প্রতিদিন একাধিক সূরা হেফজ করি।
তার নিকটে প্রশ্ন করা হল: এই প্রতিযোগিতায় উত্তীর্ণ হওয়ার জন্য কোন কোন বিষয়ের প্রতি অধিক লক্ষ্য রাখতে হবে? এর উত্তরে তিনি বলেন: প্রতিযোগিতায় এবং ক্বিরাতের সময়ে প্রথম যে বিষয়ের উপর লক্ষ্য রাখতে হবে সেটি হচ্ছে সঠিক ভাবে আয়াত হেফজ এবং তিলাওয়াত করতে হবে। তিলাওয়াতের সময় যদি কেউ ভুল করে তাহলে বিচারকমণ্ডলী বেল বাজাবে। বেলের শব্দ শুনলে পুনরায় শুদ্ধভাবে আয়াতটি তিলাওয়াত করতে হবে। এছাড়াও ক্বারির সুন্দর কণ্ঠের অনেক গুরুত্ব রয়েছে। প্রতিযোগীদের ক্বিরাত এবং তিলাওয়াতের সকল আইন মান্য করে চলতে হবে এবং সঠিক ভাবে আরবি অক্ষরসমূহ উচ্চারণ করতে হবে।
টম কার্নের আরও জিজ্ঞাসা করেন: এমন কি কখনো ঘটেছে, তিলাওয়াতরত অবস্থায় বেলের শব্দ বাজেনি? এর উত্তরে আহমাদ বলেন: হ্যাঁ! এমন ঘটনা ঘটেছে। তবে খুবই কম। কারণ না দেখে নির্ভুল ভাবে তিলাওয়াত করা খুবই কঠিন।
আহমাদের নিকটে টম কার্নের প্রশ্ন করলেন: প্রতিযোগিতার সময় যদি আপনার নিকটে কোন বিশেষ সূরা তিলাওয়াত করার কথা বলে অথবা যদি বলে আপনি নিজেই নির্বাচন করে তিলাওয়াত করুন, তাহলে কোন আয়াত তিলাওয়াত করবেন? এর উত্তরে আহমাদ বলেন: প্রতিযোগিতায় সবসময় বিচারক মণ্ডলী আয়াত নির্বাচন করেন এবং আমাদেরকে সেই আয়াত তিলাওয়াত করতে হয়। এখানে ভাগ্য বলে কোন কিছু নেই। শুধুমাত্র অভিজ্ঞতার মাধ্যমেই কাজ করতে হয়।
আহমাদ আরও বলেন: প্রতিযোগিতা শুরু হওয়ার কয়েক মাস পূর্বে বিচারক মণ্ডলীরা প্রশ্ন নিয়ে কাজ করেন এবং প্রতিযোগিতা গ্রহণের প্রস্তুতি নেন। তারা পূর্ব থেকে প্রায় ৫০০ প্রশ্ন প্রস্তুত করেন। একারণে আমাদের উচিত সম্পূর্ণ কুরআন মুখস্থ করা এবং ভালোভাবে অনুশীলন করা।
সর্বশেষে তিনি বলেন: আমার এবং এই প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করেছেন তাদের সকলের জন্য শুধুমাত্র যেটা শিখেছি এবং মুখস্থ করেছি সেটা অনুশীলন করা যথেষ্ট নয়। বরং নিজেদের ঈমানেরও অনুশীলন করতে হয়। প্রত্যেকটি ব্যক্তির কুরআনিক জ্ঞান তার ঈমানের উপর নির্ভর করে এবং এই ঈমানই আমাদেরকে জ্ঞাত এবং সচেতন করে তোলে।
উল্লেখ্য, তিনি দুবাইয়ে অনুষ্ঠিত ২২তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় আমেরিকান প্রতিনিধি আহমাদ বোরহান মুহাম্মাদ প্রথম স্থানের অধিকারী হয়েছেন এবং প্রথম পুরস্কার হিসেবে তিনি ৬৮ হাজার ডলার অর্জন করেছেন। এই অর্থ তিনি একটি দাতব্য প্রতিষ্ঠানে দান করবেন।
iqna

 দুবাই আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় প্রথম আমেরিকানের বিজয়

captcha