IQNA

ইরাকি নিরাপত্তা তথ্য কেন্দ্র ঘোষণা করেছে;

সিরিয়ায় দায়েশের ৫ কমান্ডার গ্রেফতার

9:39 - May 12, 2018
সংবাদ: 2605734
আন্তর্জাতিক ডেস্ক: ইরাকি নিরাপত্তা তথ্য কেন্দ্র ঘোষণা করেছে, সিরিয়ায় সন্ত্রাস বিরোধী এক অপারেশনে তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠীর ৫ সদস্য গ্রেফতার এবং ৪০ জন কমান্ডার নিহত হয়েছে।



বার্তা সংস্থা ইকনা: ইরাকি নিরাপত্তা তথ্য কেন্দ্র গতকাল (১১ই মে)এক বিবৃতিতে ঘোষণা করেছে, দায়েশের গ্রেফতারকৃত ৫ কমান্ডার ইরাকের আল-আনবার এবং মসুলে বিভিন্ন সন্ত্রাসীমুলক হামলার সাথে জড়িত ছিল।
এই বিবৃতিতে আরও উল্লেখ করেছে, ইরাকের সশস্ত্র বাহিনীর কমান্ডার হায়দার আল আবদির নির্দেশ ও তত্ত্বাবধায়নে এবং ইরাকের জাতীয় নিরাপত্তা বাহিনী প্রচেষ্টা এবং যৌথ অপারেশন কমান্ডের সহযোগিতায় সন্ত্রাস বিরোধী ব্যাপক অপারেশন বাহিত হয়েছে। এই অপারেশনে ইরাকের আল-আনবার এবং মসুলে বিভিন্ন সন্ত্রাসীমুলক হামলার সাথে জড়িত বেশ কয়েকজন সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে।
এসকল সন্ত্রাসীদের জিজ্ঞাসাবাদ মাধ্যমে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায় এবং এই তথ্যের উপর ভিত্তি করে আকাশ পথে সন্ত্রাসীদের উপর হামলা চালানো হয়। এই হামলায় দায়েশের ৪০ জন কমান্ডার নিহত হয়েছে।
iqna

 

 

captcha