IQNA

বর্ষা মৌসুমে রোহিঙ্গাদের বিপদের আশঙ্কা

2:05 - May 03, 2018
সংবাদ: 2605673
আন্তর্জাতিক ডেস্ক: ইউনিসেফের প্রতিবেদন অনুযায়ী, বর্ষা মৌসুমে চরম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর এরফলে হাজার হাজার রোহিঙ্গার জীবন হুমকির মুখে অবস্থান করবে।


বার্তা সংস্থা ইকনা: জাতিসংঘের শিশু তহবিল (ইউনিসেফ) এক প্রতিবেদনে বলেছে, বর্ষা মৌসুমে ভারি বর্ষণের ফলে বাংলাদেশের অবস্থানরত প্রায় দুই লাখ রোহিঙ্গার জীবন হুমকির মুখে অবস্থান করবে।
ইউনিসেফের মুখপাত্র ক্রিস্টফ বুলেরাক সুইজারল্যান্ডের জেনেভায় জাতিসংঘের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বলেন: আগামী জুন মাস থেকে বর্ষা মৌসুম শুরু হচ্ছে এবং সেপ্টেম্বর পর্যন্ত অব্যাহত থাকবে। এসময়ে বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থীদের অবস্থা খুবই শোচনীয় পরিস্থিতিতে পরিণত হবে।
তিনি বলেন: বর্তমানে কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থীদের ক্যাম্পের পরিস্থিতি খুবই উদ্বেগজনক। বর্ষা মৌসুমের শুরু হওয়র পর এই পরিস্থিতি আরও কঠিন হবে।
এই অঞ্চলে সাহায্য প্রদানের ব্যাপারে গুরুত্বারোপ করে ক্রিস্টফ বুলেরাক বলেন: এই মৌসুমে যদি বর্ষার তীব্রতা বৃদ্ধি পায় তাহলে হাজার হাজার শিশু সহ প্রায় ২ লাখ রোহিঙ্গা মুসলমানের জীবন ঝুঁকির মধ্যে অবস্থান করবে।
উল্লেখ্য, গত বছর ২৫শে আগস্টের পর মিয়ানমারে উগ্রপন্থী বৌদ্ধ এবং সামরিক বাহিনীর অত্যাচারের ফলে প্রায় ৭ লাখ মুসলমান প্রতিবেশী দেশ বাংলাদেশে আশ্রয় নিয়েছে।
iqna

 

captcha