IQNA

জার্মানের স্কুলে হিজাব নিষেধাজ্ঞা জারির আহ্বান

0:09 - April 08, 2018
সংবাদ: 2605456
আন্তর্জাতিক ডেস্ক: জার্মানের সোশ্যাল অ্যাফেয়ার্স মন্ত্রী সেদেশের নর্থ রাইন-ওয়েস্টফালিয়া স্টেটের স্কুলসমূহে হিজাব নিষিদ্ধর সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে।


বার্তা সংস্থা ইকনা: জার্মানের সোশ্যাল অ্যাফেয়ার্স মন্ত্রী জোয়াকিম স্ট্যাম্প সেদেশের বিল্ড পত্রিকায় এক সাক্ষাৎকারে এক কিছু কথা উল্লেখ করেছেন যার ফলে অনেক প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
জার্মানের স্কুল সমূহে হিজাবের ব্যাপারে প্রশ্নের উত্তরে জোয়াকিম স্ট্যাম্প বলেছে: এই আইন পাশ করার বিষয়টি আমাদের বিবেচনায় রয়েছে। এই আইন পাশ হলে ১৪ বছরের নীচে স্কুল ছাত্রীরা হিজাব ব্যবহার করতে পারবে না। এটি জার্মানি সম্প্রদায়ের মুসলমানদের অভিযোজনে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হবে।
জার্মানের এই কর্মকর্তা আরও ঘোষণা করেছে, স্কুল ও পাবলিক প্লেসে ধর্মীয় ও মাযহাবী প্রতীক অপসারণের প্রচেষ্টা অব্যাহত থাকবে।
উল্লেখ্য, সম্প্রতি অস্ট্রিয়ান সরকার ঘোষণা করেছে, প্রাক-স্কুল ও প্রাথমিক বিদ্যালয়গুলিতে মুসলিম মেয়েদের জন্য হিজাব নিষিদ্ধ করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
iqna

 

captcha