IQNA

ইউরোপীয় ইউনিয়নের সামনে 'মিয়ানমারের অত্যাচারিত জনগণকে রক্ষা'র আলোকে বিক্ষোভ + ভিডিও

23:50 - September 12, 2017
সংবাদ: 2603815
আন্তর্জাতিক ডেস্ক: মিয়ানমারের অত্যাচারিত জনগণকে রক্ষার জন্য ব্রাসেলসে বসবাসকৃত মুসলিমরা উক্ত শহরের ইউরোপীয় ইউনিয়নের সামনে বিক্ষোভ করেছে।
ইউরোপীয় ইউনিয়নের সামনে 'মিয়ানমারের অত্যাচারিত জনগণকে রক্ষা'র আলোকে বিক্ষোভ + ভিডিও
বার্তা সংস্থা ইকনা: 'মিয়ানমারের অত্যাচারিত জনগণকে রক্ষা' শিরোনামে উক্ত বিক্ষোভটি বেলজিয়ামের ইসলামী শিয়া আলেম ইউনিয়নের উদ্যোগে ব্রাসেলসের "লুক্সেমবার্গের" স্কোয়ারের ইউরোপীয় ইউনিয়নের সদর দফতরের সম্মুখে অনুষ্ঠিত হয়েছে।

বিশ্বের বিভিন্ন দেশের মুসলমানেরা এই বিক্ষোভে অংশগ্রহণ করেছেন। বিক্ষোভকারীরা মিয়ানমারের রোহিঙ্গা মুসলমানের সমর্থনে এবং সেদেশের মুসলিম গণহত্যার প্রতিবাদে ফরাসি ভাষায় স্লোগান দেয়। এছাড়াও তারা তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ তথা আইএসের কার্যক্রমকে নিন্দা জানিয়ে শ্লোগান দেয়।

আরব দেশসমূহ সহ লেবানন, মরক্কো, ইরাক, পাকিস্তান, ভারত, আফ্রিকা, বাংলাদেশ এবং ইরানের মুসলমানেরা এই বিক্ষোভে অংশগ্রহণ করেন।

উক্ত বিক্ষোভে ব্রাসেলসের মাহদিয়া ইসলামি কেন্দ্রের পরিচালক ও পেশ ইমাম হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন সাইয়্যেদ জিয়া উদ্দিন সালেহী খুনসারী অংশগ্রহণ করেন। প্রতিবাদ মিছিলের ছবি ও ভিডিওটি ইকনার দর্শনার্থীদের জন্য উপস্থাপন করা হল:

iqna



captcha