IQNA

অভাবী শিক্ষার্থীদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন আমেরিকান মুসলমানেরা

18:48 - August 01, 2017
সংবাদ: 2603552
আন্তর্জাতিক ডেস্ক: আমেরিকার ক্যালিফোর্নিয়ার 'সিলিকন ভ্যালি' অঞ্চলে মুসলিম সম্প্রদায় ৩০শে জুলাই অভাবী শিক্ষার্থীদের সাহায্য করার পরিকল্পনার দশ বছর পূর্তি উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে স্কুলের প্রাথমিক সরঞ্জাম সহকারে প্রায় ৭৫০টি স্কুলব্যাগ বিতরণ করেছে।

বার্তা সংস্থা ইকনা: সান্টা ক্লারা শহরে আমেরিকার মুসলমানদের নিয়ে দাতব্য প্রতিষ্ঠানটি গঠিত হয়েছে। এই প্রতিষ্ঠানের অধিকাংশ সদস্য অল্প বয়সী।  এই প্রতিষ্ঠানের পক্ষ থেকে রং পেন্সিল, কলম, পেন্সিল এবং খাতা সহকারে ৭৫০টি স্কুল ব্যাগ বিভিন্ন দাতব্য প্রতিষ্ঠানের হাতে হস্তান্তর করা হয়েছে। যতে করে এগুলো নতুন শিক্ষা বর্ষের শুরুতে অভাবী শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়।
আমেরিকায় মুসলিম সম্প্রদায় সংস্থার সদস্য 'বাভানা কামাল' এ ব্যাপারে বলেন: স্কুলের প্রথম দিনে অভাবী শিক্ষার্থীরা যদি নতুন স্কুলব্যাগ না নিয়ে যায় তাহলে তারা লজ্জার মধ্যে পরতে পারে এবং তারা অনুভব করবে যে, তার সাথে অন্যদের পার্থক্য রয়েছে।
তিনি বলেন: এই স্কুলব্যাগে শুধুমাত্র তাদের পড়ালেখার সরঞ্জামই দেয়া হয় না। বরং তাদের অনুভব করবে তারাও অন্যান্য সহপাঠীদের সমান এবং এটি তাদের আত্মসম্মানকে শক্তিশালী করবে।
কামাল আরও বলেন: বাহ্যিক দিক থেকে বোঝা যায় যে, আমেরিকা অনেক ধনী দেশ। তবে সিলিকন ভ্যালির মত এলাকায় অনেক দরিদ্র পরিবার রয়েছে। এখানকার মানুষরা অতি স্বল্প আয়ে জীবন যাপন করে।
iqna
অভাবী শিক্ষার্থীদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন আমেরিকান মুসলমানেরা


captcha