IQNA

বেলজিয়ামে ইসলাম বিদ্বেষীদের সংখ্যা অতি মাত্রায় বৃদ্ধি

14:11 - January 12, 2017
সংবাদ: 2602348
আন্তর্জাতিক ডেস্ক: সম্প্রতি এক জরিপে দেখা যায় যে, বেলজিয়ামের ৬০ শতাংশের অধিক নাগরিক মুসলমানদের হুমকি হিসেবে গণ্য করে।
বেলজিয়ামে ইসলাম বিদ্বেষীদের সংখ্যা অতি মাত্রায় বৃদ্ধি

বার্তা সংস্থা ইকনা: বেলজিয়ামের এক বিখ্যাত সংবাদপত্র সম্প্রতি এক জরিপ সম্পন্ন করেছে জরিপে দেখা গিয়েছে, সেদেশে ইসলাম বিদ্বেষীদের সংখ্যা প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে।

জরিপে দেখা গিয়েছে, বেলজিয়ামের ৬০ শতাংশ জনগণ মুসলমানদের হুমকি হিসেবে এবং ১২ শতাংশ জনগণ মুসলমানদের জাতীয় ধন হিসেবে গণ্য করে। এছাড়াও সেদেশে মুসলমানদের উপস্থিতি সম্পর্কে ২৮ শতাংশ জনগণ উদাসীন রয়েছে।

এই জরিপের অপর এক অধ্যায়ে বেলজিয়ামে বসবাসরত মুসলমানদের অনুভূতি সম্পর্কে মতামত গ্রহণ করা হয়েছে। সেখানে দেয়া যায়, সেদেশে বসবাসরত ৭১ শতাংশ মুসলমানেরে ধারণা সমাজে তাদেরকে সন্ত্রাসী হিসেবে বিবেচনা করা হয়।

বলাবাহুল্য, সন্ত্রাসী গ্রুপেরে কার্যক্রম, যেমন: মধ্যপ্রাচ্যে দায়েশের হামলা এবং অন্যান্য দেশে আত্মঘাতী হামলার ফলে বিশেষ করে বেলজিয়ামের রাজধানী "ব্রাসেলস" সন্ত্রাসীদের আত্মঘাতী হামলার ফলে দেশটিতে ইসলাম বিদ্বেষীদের সংখ্যা অতি মাত্রায় বৃদ্ধি পেয়েছে।

iqna


captcha