IQNA

ইসরাইলে সবচেয়ে জনপ্রিয় নাম 'মুহাম্মাদ'

2:11 - December 29, 2016
সংবাদ: 2602253
আন্তর্জাতিক ডেস্ক: ইসরাইলের জাতীয় পরিসংখ্যান কেন্দ্র এক বিবৃতিতে জানিয়েছে, ২০১৫ সালে ইসরাইলে শিশুদের নামের ক্ষেত্রে সবচেয়ে অধিক পছন্দনীয় নাম হচ্ছে 'মুহাম্মাদ'। এই নামের পরে 'নুয়াম' এবং নুয়াহ' পর্যায়ক্রমে বেশী প্রাধান্য পেয়েছে।

বার্তা সংস্থা ইকনা: উক্ত পরিসংখ্যান অনুযায়ী, ২০১৫ সালে মুসলিম ছেলে শিশুদের মধ্যে ২৬৩০ জনের নাম 'মুহাম্মাদ' রাখা হয়েছে এবং ইহুদি ছেলে শিশুদের মধ্যে ১৪১৪ জনের নাম 'নুয়াম' রাখা হয়েছে।

এছাড়াও মুসলিম মেয়ে শিশুদের মধ্যে ৪৮০ জনের নাম 'মারিয়াম' এবং ইহুদি মেয়ে শিশুদের মধ্যে ১৪৪৫ জনের নাম 'নুয়াহ' রাখা হয়েছে। ৮৪৪ জন শিশুর নাম 'আহমাদ' রাখা হয়েছে।

ইসরাইলের সরকারি পরিসংখ্যান অনুযায়ী, অধিকৃত অঞ্চলের জনসংখ্যা ৮৫ লাখ। এরমধ্যে প্রায় ২০ শতাংশ অর্থাৎ ১৪ লাখ জনগণ আরবি ভাষী।

iqna


captcha