IQNA

নাইজারের তরিকত পন্থী আলেমদের ইরান সফর

4:30 - December 15, 2016
সংবাদ: 2602159
আন্তর্জাতিক ডেস্ক: তিজানিয়া তরিকতপন্থী নাইজারের আলেমদের একটি দল ‘শেইখ আহমাদ নাইয়াসে’র নেতৃত্বে ইরান সফর করবেন।

ইসলামি সংস্কৃতি ও যোগাযোগ সংস্থার ওয়েব সাইটের উদ্ধৃতি দিয়ে ইকনা: ইরানি কালচারাল সেন্টারের উদ্যোগে এবং আহলে বাইত (আ.) বিশ্বসংস্থার আমন্ত্রণে সেনেগালের তরিকতপন্থী (মধ্য ও পশ্চিম আফ্রিকায় প্রচলিত) শীর্ষস্থানীয় আলেমদের একটি দল চলতি মাসের শেষের দিকে ইরান সফর করবেন।

ইসলামি ঐক্য সুদৃঢ় করণ, বিশিষ্ট ব্যক্তিবর্গের সাথে সাক্ষাত এবং ইসলামি প্রজাতন্ত্র ইরানের অর্জনের সাথে পরিচিত লাভের উদ্দেশ্যে এ সফর করছেন তারা।

সেনেগালের তরিকতপন্থীদের শীর্ষস্থানীয় নেতা শেইখ আহমাদ নাইয়াস এ দলটির নেতৃত্ব দিচ্ছেন। আফ্রিকা, ইউরোপ ও আমেরিকায় বিশেষতঃ সেনেগাল, নাইজেরিয়া ও গিনি’তে নাইয়াসের ২০ লক্ষাধিক মুরিদ রয়েছে।#3554012


captcha