IQNA

হিজাব পরায় লাঞ্ছিত হলেন মার্কিন সিনেটর

0:47 - December 11, 2016
সংবাদ: 2602135
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রথম সোমালি রাজনীতিবিদ ইলহান ওমরকে এক ট্যাক্সিচালক লাঞ্ছিত করেছেন বলে তিনি অভিযোগ করেছেন।
হিজাব পরায় লাঞ্ছিত হলেন মার্কিন সিনেটর

বার্তা সংস্থা ইকনা: ইলহান যুক্তরাজ্যের মিনেসোটা হাউজের নবনির্বাচিত প্রতিনিধি। ইলহান তার হোটেল থেকে হোয়াইট হাউজে যাওয়ার পথে হিজাবের কারণে ট্যাক্সি চালকের দ্বারা লাঞ্ছিত হয়েছেন বলে ফেসবুকে এক স্ট্যাটাসে তিনি জানান।

ইলহান তার ফেসবুকে জানিয়েছেন, হোটেল থেকে তিনি হোয়াইট যাচ্ছিলেন। সেই সময় ট্যাক্সি চালক তার সঙ্গে অশালীন আচরণ করেছে এবং তাকে দায়েশ বলেও কটূক্তি করেছে।

এছাড়াও ওই ট্যাক্সি চালক তার হিজাব খুলে ফেলার হুমকি দিয়েছে। এমনকি ভবিষ্যতেও তাকে হিজাব পড়তে নিষেধও করেছে।

ইলহান ওই ঘটনায় ভীষণ মর্মাহত হয়েছেন বলে ফেসবুক পোষ্টে লিখেছেন। তিনি যখন ছোট ছিলেন তখন সোমালি গৃহযুদ্ধ দেখছেন। যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করার আগে তিনি ছোটবেলায় কেনিয়ায় শরণার্থী শিবিরেও আশ্রয় নিয়েছিলেন।

তার সঙ্গে ট্যাক্সিতে ঘটে যাওয়া ওই দুর্ঘটনা তাকে আবারো তার ছোটবেলার সেই যুদ্ধের ভয়াবহতা স্মরণ করিয়ে দিয়েছে বলে তিনি লিখেছেন। তিনি প্রার্থনা করেছেন মানুষেরে হৃদয় থেকে বর্ণবাদী সকল ঘৃণা যেন মুছে যায়।

উল্লেখ্য, ট্রাম্প নির্বাচিত হওয়ার পর আমেরিকায় মুসলমানদের বিরুদ্ধে তীব্র মাত্রায় হুমকি বৃদ্ধি পেয়েছে।

iqna


captcha