IQNA

আয়াতুল্লাহ আল উযমা মাকারেম শিরাজী;

ওয়াহাবি গোষ্ঠী ইসলামকে উগ্রবাদের ধর্ম হিসেবে প্রচারের চক্রান্ত করছে

0:09 - November 03, 2016
সংবাদ: 2601876
আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বখ্যাত মুসলিম মনীষী ও মারজায়ে তাকলীদ হযরত আয়াতুল্লাহ আল উযমা মাকারেম শিরাজী বলেছেন: ওয়াহাবি গোষ্ঠী ইসলামকে উগ্রবাদের ধর্ম হিসেবে প্রচারের চক্রান্ত করছে। কিন্তু প্রকৃতপক্ষে ইসলাম শান্তি ও সম্প্রীতির ধর্ম।
ওয়াহাবি গোষ্ঠী ইসলামকে উগ্রবাদের ধর্ম হিসেবে প্রচারের চক্রান্ত করছে
বার্তা সংস্থা ইকনা: বিশ্বখ্যাত মারজায়ে তাকলীদ হযরত আয়াতুল্লাহ আল উযমা মাকারেম শিরাজী আজ বুধবার ২রা নভেম্বর ইরানের ধর্মীয় নগরী কোমের ঐতিহাসিক মসজিদে আজামে ধর্মতত্ত্বের উচ্চতর ক্লাসে বক্তৃতাকালে বলেন: মহানবী হযরত মুহাম্মাদ (সা.) ইসলাম ধর্মকে শান্তি ও সম্প্রীতির ধর্ম হিসেবে মানব জাতির নিকট তুলে ধরেছেন। কিন্তু বিপথগামী ওয়াহাবি সম্প্রদায় নিজেদের উগ্রনীতি ও চরমপন্থি চিন্তাধারা ইসলামের নামে প্রচার করে ইসলামের দুর্নাম করছে। ইসলামে উগ্রনীতি ও জঙ্গিবাদের কোন স্থান নেই। অথচ ওহাবিরা মানুষ হত্যা, বর্বরতা ও নৃশংসতার মাধ্যমে ইসলাম প্রচারের কথা বলে। শরিয়তের দৃষ্টিতে যার কোন বৈধতা নেই।

তিনি বলেন: রাসূল (সা.) ইসলামের প্রচার ও প্রসারে সর্বদা ক্ষমাশীলতা, দয়া, মানবতা ও সৌহার্দ ও সম্প্রীতিকে তুলে ধরতেন; কিন্তু ওয়াহাবি-তাকফিরি গোষ্ঠীর মতাদর্শে এ সব বৈশিষ্ট্যের লেশমাত্র নেই।

তিনি ইরাক ও সিরিয়াতে ওয়াহাবি-তাকফিরি সন্ত্রাসীদের বর্বরতার তীব্র সমালোচনা কর বলেন: ইরাক ও সিরিয়াতে দায়েশের ব্যানারে ওয়াহাবি-তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী যে নৃশংসতা ও বর্বরতার চালাচ্ছে তা সত্যিই সমগ্র মানবতাকে কলঙ্কিত করেছে। আর এ সন্ত্রাসীদের পৃষ্ঠপোষকতা করছে সৌদি আরব পেট্রো-ডলার এবং পশ্চিমা দেশগুলোর অস্ত্র ভাণ্ডার।

এ বিশ্বখ্যাত মুসলিম মনীষী ও মারজায়ে তাকলীদ আরও বলেন: আজকের মুসলিম উম্মাহের মাঝে ভেদাভেদ বিস্তারের উদ্দেশ্যে দ্বিমুখী চক্রান্ত চলছে; এ চক্রান্তের একদিকে আছে ওয়াহাবিবাদী সৌদি আরব এবং অপরদিকে আছে সাম্রাজ্যবাদী আমেরিকা। কাজেই মুসলিম উম্মাহর উচিত এক্ষেত্রে সতর্ক ও সজাগ থাকা।

iqna


captcha