IQNA

জান্নাতুল বাকী ধ্বংসের বেদনাদায়ক ৯১তম বর্ষ উপলক্ষে পাকিস্তানে প্রতিবাদ মিছিল

22:56 - July 13, 2016
সংবাদ: 2601192
আন্তর্জাতিক ডেস্ক: ৮ই শাওয়াল ইসলামের ইতিহাসের এক শোকাবহ দিন। আজকের এদিনে প্রায় ৯১ বছর আগে ওয়াহাবি ধর্মদ্রোহীরা পবিত্র মক্কা ও মদিনায় ক্ষমার অযোগ্য কিছু পাপাচার ও বর্বরতায় লিপ্ত হয়েছিল। এই দিনে পবিত্র জান্নাতুল বাকি কবরস্থানে বিশ্বনবী হযরত মোহাম্মাদ (সা.)'র বংশধরদের পবিত্র মাযার ধ্বংস করে মাটির সাথে লুটিয়ে দেয় চরমপন্থি ওয়াহাবিরা।

বার্তা সংস্থা ইকনা: পবিত্র জান্নাতুল বাকি কবরস্থান ধ্বংস করার প্রতিবাদে পাকিস্তানের ধর্মপ্রাণ মুসলমানেরা আলে সৌদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল প্রদর্শন করেছেন।
জান্নাতুল বাকি কবরস্থান ধ্বংসের এই দিনটি "ইউমাল হাদাম" নামে প্রসিদ্ধ। এই দিনে তাকফিরি ওয়াহাবি জান্নাতুল বাকি কবরস্থান ধ্বংস করেছে। আর এর প্রতিবাদে পাকিস্তানের ধর্মপ্রাণ মুসলমানেরা বিক্ষোভ প্রদর্শনের মাধ্যমে ওয়াহাবিদের এই কর্মের তীব্র নিন্দা জানিয়েছে।
"ইউমাল হাদাম" দিবস উপলক্ষে পাকিস্তানের জাফরিয়া আন্দোলন, ইমামিয়া ছাত্র সংগঠন ও আজাদারি সম্মানীয় সংগঠন সহ অন্যান্য সগঠন সেদেশের জনগণকে এই প্রতিবাদ মিছিলে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানিয়েছেন।
ধর্মপ্রাণ মুসলমানরা যখন পবিত্র জান্নাতুল বাকি কবরস্থানে বিশ্বনবী হযরত মোহাম্মাদ (সা.)'র দ্বিতীয়, চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ নিষ্পাপ উত্তরসূরির পবিত্র মাজার জিয়ারত করছিলেন তখন ওয়াহাবি দুর্বৃত্তরা সেখানে ভাংচুর ও লুটপাট অভিযান চালায় এবং ওই নিষ্পাপ ইমামদের পবিত্র মাজারের সুদৃশ্য স্থাপনা ও গম্বুজগুলো মাটির সঙ্গে গুড়িয়ে দেয়।
৯১ বছর পূর্বে এই দিনে চরমপন্থি ওয়াহাবিরা পবিত্র জান্নাতুল বাকি কবরস্থানে বিশ্বনবী হযরত মোহাম্মাদ (সা.)'র দ্বিতীয়, চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ নিষ্পাপ উত্তরসূরি যথাক্রমে ইমাম হাসান মুজতাবা (আ.), ইমাম সাজ্জাত (আ.), ইমাম বাকির (আ.) এবং ইমাম জাফর সাদিক (আ.)এর পবিত্র মাজার ধ্বংস করে। এসকল ইমামদের জরিঘর ইরানের ইস্পাহান শহরে নির্মাণ করা হয়েছিল। ওয়াহাবিরা প্রথমে জরিঘর ভাঙ্গে এবং পরবর্তীতে সম্পূর্ণ মাজার ভেঙ্গে মাটির সাথে মিলিয়ে দেয়।
ইমামদের পবিত্র মাজারের ওপর এটাও প্রথম হামলা ছিল না।
এছাড়াও চরমপন্থি ওয়াহাবিরা হযরত মোহাম্মাদ (সা.)এর পুত্র হযরত ইব্রাহীম (আ.), হযরত মোহাম্মাদ (সা.)এর স্ত্রীগণের কবর, হযরত আব্বাস (আ.)এর মাতা উম্মুল বানীনের কবর, হযরত মোহাম্মাদ (সা.) বাবা হযরত আব্দুল্লাহ (আ.)এর কবর, ইমাম সাদিক (আ.)এর সন্ত্রাসী ইসমাইলের কবর এবং ইমাম আলী (আ.)এর মাতা ফাতিমা বিনতে আসাদ (সা. আ.) যিনি নিজ হাতে হযরত মোহাম্মাদ (সা.)কে লালন-পালন করেছেন তাঁর করব সহ অনেক সাহাবীদের কবর সম্পূর্ণ রূপে ধ্বংস করেছে।
 ওয়াহাবিদের সূচনাকাল তথা ১২২১ সালে ইমামদের পবিত্র মাজারের ওপর হামলা চালায় এই চরমপন্থি দল এবং হামলার দেড় বছর পর মদিনা নগরী তারা দখল করে। মদিনা দখল করার পর হযরত মোহাম্মাদ (সা.)এর পবিত্র মাযারের অতি মূল্যবান সম্পদসমূহ ডাকাতি করে।
Iqna






captcha