IQNA

জান্নাতুল বাকী রাসূল (সা.) ও আহলে বাইতের (আ.) বিচরণ ক্ষেত্র

21:49 - July 13, 2016
সংবাদ: 2601191
ইরানের বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন মুহাম্মাদি রাফিয়ি বলেছেন যে, ইসলামে জান্নাতুল বাকীর বিশেষ সম্মান রয়েছে; কেননা এটা রাসূল (সা.) ও আহলে বাইতের (আ.) বিচরণ ক্ষেত্র।

হযরত হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন মুহাম্মাদি রাফিয়ি গতকাল ৮ই শাওয়াল সৌদি ওহাবি সরকার কর্তৃক মদীনার জান্নাতুল বাকী কবরস্থান ধ্বংসের বার্ষিকী উপলক্ষে এক অনুষ্ঠানে বক্তৃতাকালে বলেছেন: নির্ভরযোগ্য ইতিহাসের সাক্ষ্য অনুযায়ী মদীনার জান্নাতুল বাকী কবরস্থানে রাসূলের (সা.) পবিত্র আহলে বাইতের (আ.) ৪ জন মাসুম ইমাম, অনেক বিশিষ্ট সাহাবী ও আল্লাহর ওলীদের মাজার অবস্থিত। এখানে শত শত বছর ধরে এ সব ইমাম ও সাহাবিদের কবরের উপর পবিত্র মাজার ছিল। ধর্মপ্রাণ মুসলমানরা এখানে এসে নিজেদের ভক্তি ও ভালবাসা নিবেদন করত এবং তাদের ওসিলা দিয়ে আল্লাহর দরবারে সাহায্য কামনা করত। কিন্তু বিগত ৯১ বছর পূর্বে সৌদি আরবের ওহাবি সরকার সম্পূর্ণ অন্যায়ভাবে ইসলামের এ ঐতিহাসিক নিদর্শন ভেঙ্গে চুরমার করে দেয়।

তিনি জান্নাতুল বাকীর বিশেষ গুরুত্বের প্রতি ইশারা করে বলেন: জান্নাতুল বাকী কোন সাধারণ কবরস্থান নয়, মসজিদুন্নববীর পাশে রাসূলের (সা.) তত্ত্বাবধানে এ পবিত্র কবরস্থানটি গড়ে উঠে। সেখানে রাসূল (সা.) নিজ হাতে অনেক বিশিষ্ট সাহাবীর দাফন করেন। এ কবরস্থানে রাসূলুল্লাহ (সা.) ও তার আহলে বাইতের (আ.) পবিত্র সদস্যরা নিয়মিত যাতায়াত করতেন। কাজেই মুসলিম উম্মাহর উচিত এ পবিত্র কবরস্থানটি ধ্বংসের অপরাধে সৌদি ওহাবি সরকারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ গড়ে তোলা।
captcha