IQNA

দায়েশের হামলায় মিশরের দুই সেনা নিহত 

10:03 - November 06, 2021
সংবাদ: 3470929
তেহরান (ইকনা): মিশরের সিনাই প্রদেশে সেনাবাহিনীর উপর তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ হামলা চালিয়েছে। সশস্ত্র এই হামলায় দুই জন সেনা নিহত হয়েছেন।
উত্তর সিনাই প্রদেশের সামরিক মেডিকেল সূত্র জানিয়েছে, সিনাই প্রদেশে মিশরের সেনাবাহিনীর উপর সন্ত্রাসী সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ তথা আইএস হামলা চালায়।
 
এই সন্ত্রাসী হামলায় মিশরের দুই জন সৈন্য নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। এবং নিহতদের মৃতদেহ সেদেশের পশ্চিমে তথা তাদের জন্মস্থানে নিয়ে যাওয়া হয়েছে।
 
মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি ছয় বছর পর মিশরে জরুরি অবস্থা তুলে নেওয়ার নির্দেশ দেওয়ার পর সন্ত্রাসীরা এই প্রথম হামলা চালায়।
 
সন্ত্রাসীরা ২০১৪ সাল থেকে মিশরের উত্তর-পূর্বাঞ্চলীয় বিভিন্ন এলাকায় সেনাবাহিনী, পুলিশ এবং বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে আক্রমণের চালিয়ে যাচ্ছে। সাম্প্রতিককালে সন্ত্রাসীদের এই হামলা হ্রাস পেয়েছ। তবে এরমধ্যে অধিকাংশ হামলাই সিনাই প্রদেশে চালানো হয়েছে। 
 
২০১৮ সালের ফেব্রুয়ারি মাস থেকে মিশরীয় সেনাবাহিনী এবং পুলিশের যৌথ বাহিনী সিনাই উপদ্বীপে জঙ্গিদের নির্মূল করার জন্য "সিনাই 2018" নামে একটি বড় আকারের সামরিক অভিযান শুরু করেছে। iqna
 
 

 

captcha