IQNA

জার্মানের মসজিদে বোমা হামলার হুমকি দিয়েছে উগ্রপন্থী

20:19 - October 10, 2019
সংবাদ: 2609407
আন্তর্জাতিক ডেস্ক: জার্মানের একটি মসজিদে সেদেশের চরম ডানপন্থী দলের সদস্যরা বোমা হামলা চালানোর হুমকি দিয়েছে। এই হুমকি দেওয়ার পর পুলিশ এই চরম ডানপন্থী দলের ব্যাপারে তদন্ত শুরু করেছে।

বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: জার্মানের দক্ষিণাঞ্চলীয় বাভারিয়া প্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী ইউয়াখিম হারমান বলেন: ইসলাম বিদ্বেষী বার্তা প্রেরণ এবং মসজিদের বোমা হামলা চালানোর হুমকি দেওয়ার অভিযোগে এ পর্যন্ত ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি বলেন: এই হুমকির মূল উদ্দেশ্য হচ্ছে জনগণকে ভয় দেখানো এবং সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করা। নিরাপত্তা বাহিনী এসকল চরমপন্থা এবং সহিংসতার মোকাবেলা করবে।

তদন্ত শেষে সন্দেহভাজনদের ছেড়ে দেওয়া হয়েছে এবং মুক্তির পরেও তাদেরকে তদন্তের আওতাভুক্ত করা হয়েছে।

উল্লেখ্য যে, সম্প্রতি মাসগুলোয় জার্মানের বিভিন্ন মসজিদে চরমপন্থি ও ইসলাম বিদ্বেষীরা বোমা হামলা এবং মুসল্লিদের হত্যার হুমকি দিয়ে যাচ্ছে।  iqna

captcha