IQNA

সিরিয় বাহিনীর উপস্থিতিতেই কেবল সীমান্তে শান্তি আসতে পারে: রুহানি

19:49 - October 09, 2019
সংবাদ: 2609401
আন্তর্জাতিক ডেস্ক: ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, সিরিয়ার সেনাবাহিনীর উপস্থিতিতেই কেবল দেশটির উত্তরাঞ্চলীয় তুর্কি সীমান্তবর্তী এলাকায় নিরাপত্তা নিশ্চিত হতে পারে।

পার্সটুডের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: আজ (বুধবার) রাজধানী তেহরানে মন্ত্রিসভার বৈঠকে প্রেসিডেন্ট রুহানি বলেন, সিরিয়ার সেনাবাহিনীর উপস্থিতির মাধ্যমেই কেবল সিরিয়ার উত্তরাঞ্চলীয় এবং তুরস্কের দক্ষিণাঞ্চলীয় সীমান্তে নিরাপত্তা প্রতিষ্ঠার সমধান বের হতে পারে। তিনি বলেন, সেখানে সিরিয়ার সেনাবাহিনীর উপস্থিতি ঘটানোর লক্ষ্যে সব পক্ষকে সে পরিবেশ সৃষ্টি করতে হবে।

গত মাসে তুরস্কের রাজধানী আঙ্কারায় রাশিয়া এবং তুরস্কের সঙ্গে ত্রিদেশীয় শীর্ষ বৈঠকে ইরানের এ অবস্থানের কথা তুলে ধরা হয়েছে বলেও জানান রুহানি।

এছাড়া, সীমান্ত এলাকায় শান্তি প্রতিষ্ঠার জন্য এ অঞ্চল থেকে মার্কিন সেনা প্রত্যাহার করে নিতে হবে বলেও উল্লেখ করেন তিনি। প্রেসিডেন্ট রুহানি সিরিয়ার সেনাবাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে একত্রে কাজ করার জন্য কুর্দি জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, সিরিয়া হচ্ছে তাদের বৈধ মাতৃভূমি।

সিরিয়ার অভ্যন্তরে তৎপর কুর্দি গেরিলাদের বিরুদ্ধে সামরিক অভিযান চালানোর ব্যাপারে আঙ্কারার পক্ষ থেকে নতুন অঙ্গীকার ব্যক্ত করার পর রুহানির এসব বক্তব্য এলো।  iqna

 

captcha