IQNA

ইন্টারন্যাশনাল ইউনিয়ন অব মুসলিম স্কলার্সের নতুন সভাপতি 

20:05 - September 11, 2022
সংবাদ: 3472441
তেহরান (ইকনা): কাতারভিত্তিক মুসলিমবিশ্বের আন্তর্জাতিক সংগঠন ইন্টারন্যাশনাল ইউনিয়ন অব মুসলিম স্কলার্সের প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন ড. হাবিব সালিম সাক্কাফ আল জাফরি। 
বর্তমান মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত তিনি প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন। গতকাল শনিবার (১০ সেপ্টেম্বর) এ তথ্য জানিয়েছে ইউনিয়নের বোর্ড অব ট্রাস্টিজ। ইউনিয়নের সাবেক প্রধান ড. আহমদ রাইসুনির পদত্যাগের পর কাউন্সিলের ভার্চুয়াল মিটিংয়ে ড. হাবিব সালিমকে নিয়োগ দেওয়া হয়।
 
ড. হাবিব সালিম ১৯৫৪ সালে ইন্দোনেশিয়ার সেন্ট্রাল জাভা প্রদেশের সোলোতে জন্মগ্রহণ করেন। ১৯৮৬ সালে ইসলামিক ইউনিভার্সিটি থেকে শরিয়াহ বিষয়ে পিএইচডি অর্জন করেন। তিনি ইন্দোনেশিয়ার সমাজকল্যাণমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। জাকার্তার শরিফ হিদায়াতুল্লাহ ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন তিনি। সৌদি সরকার পরিচালিত জাকার্তার ইসলামিক অ্যান্ড অ্যারাবিক কলেজেও অতিথি শিক্ষক ছিলেন তিনি।
 
ড. হাবিব সালিম জাকার্তার শরিয়া অ্যাডভাইজারি সেন্টারের পরিচালক, কেন্দ্রীয় আর্থিক প্রতিষ্ঠান ‘মোয়ামালাত’ এর উপদেষ্টা বোর্ডের চেয়ারম্যান, ইসলামী বীমা ‘তাকাফুল’-এর শরিয়া বোর্ডের সদস্য এবং জাকার্তার ন্যাশনাল ব্যাংকের শরিয়া বোর্ডের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।
 
ইন্টারন্যাশনাল ইউনিয়ন অব মুসলিম স্কলার্স ২০০৪ সালে আয়ারল্যান্ডের ডাবলিনে প্রতিষ্ঠিত হয়। মুসলিমবিশ্ব ও বিভিন্ন দেশের সংখ্যালঘু জনগোষ্ঠীর প্রতিনিধি সদস্যদের নিয়ে সংগঠনটি পরিচালিত হয়। ২০১১ সালে কার্যনির্বাহী পরিষদের সিদ্ধান্তে সংগঠনটির সদর দপ্তর কাতারের রাজধানী দোহাতে স্থানান্তরিত হয়। এর পরিচালনায় রয়েছে সাধারণ পরিষদ, ট্রাস্টি বোর্ড, কার্যনির্বাহী অফিস, প্রেসিডেন্সি বিভাগ এবং জেনারেল সেক্রেটারিয়েট। 4084645
captcha