IQNA

সাংবাদিকদের সুরক্ষা কমিটি;

ইসরাইলের কারাগারে ২২ সাংবাদিক বন্দী

17:48 - April 17, 2019
সংবাদ: 2608358
আন্তর্জাতিক ডেস্ক: সাংবাদিকদের সুরক্ষা কমিটি এক বিবৃতিতে ঘোষণা করেছে, ইসরাইলের বিভিন্ন কারাগারে ফিলিস্তিনের ২২ জন সাংবাদিক বন্দী রয়েছে।

বার্তা সংস্থা ইকনা: ১৭ই এপ্রিল বন্দী দিবস উপলক্ষে সাংবাদিকদের সুরক্ষা কমিটি গতকাল এই বিবৃতিতে ঘোষণা করেছে, ফিলিস্তিনের ২২ জন সাংবাদিক ইসরাইলের বিভিন্ন কারাগারে বন্দী রয়েছে। এরমধ্যে তিন জন নারী সাংবাদিক রয়েছেন।

এই বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, এসকল বন্দীদের মধ্যে ৭ জনকে কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে এবং কোন বিচার ছাড়াই চারজন সাংবাদিক ইসরাইলের কারাগারে বন্দী রয়েছেন। এছাড়াও বাকী ১১ জন রায়ের অপেক্ষায় রয়েছেন।

সাংবাদিকদের সুরক্ষা কমিটি গুরুত্বারোপ করে বলেছে, ইহুদিবাদী ইসরাইলের সেনারা এসকল সাংবাদিকদের স্বাধীনকামী চিন্তাভাবনার জন্য গ্রেফতার করেছে এবং তাদেরকে বর্ণবাদী আইনের আওতাধীন করে সামরিক আদাালতে বিচার করছে। এর মাধ্যমে ইসরাইল ফ্রিল্যান্স সাংবাদিক হিসাবে যে আন্তর্জাতিক চুক্তি রয়েছে তা ভঙ্গ করছে।

এই বিবৃতি অনুযায়ী, ইহুদিবাদী শাসক সাংবাদিকদের অধিকার লঙ্ঘন করেছে। এর সবচেয়ে সুস্পষ্ট প্রমাণ হচ্ছে কোন চার্জ ছাড়াই আটক ও যাবজ্জীবন কারাদণ্ড, মানসিক শাস্তি এবং বিচারের অপেক্ষায় জেলে বন্দি রাখা, তাদের বাসস্থান বা বাড়ি থেকে গ্রেপ্তার করে নির্বাসনে প্রেরণ করা, অসুস্থ সাংবাদিকদের চিকিৎসার অবহেলা এবং আটক থাকার সময় তাদের উপর অমানবিক নির্যাতন। iqna

 

 

captcha