IQNA

পাকিস্তানে কুরআনিক স্টাডিজ কোর্স

23:59 - June 24, 2018
সংবাদ: 2606053
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের হাজারা টাউনে ইরানী কালচারাল সেন্টারের পক্ষ থেকে কুরআনিক স্টাডিজ কোর্স অনুষ্ঠিত হয়েছে। উক্ত কোর্স কুরআনিক আঞ্জুমান "তাহা"র তত্ত্বাবধায়নে দারুল কুরআন "কাউসারে" অনুষ্ঠিত হয়েছে।

ইমাম মাহদীর (আ.) আবির্ভাবের আলামত কি?
বার্তা সংস্থা ইকনা: কুরআনিক স্টাডিজ কোর্স পাকিস্তানের কুরআনের শিক্ষকদের জন্য অনুষ্ঠিত হয়েছে। এই কোর্সে কুরআন শিক্ষার পদ্ধতি এবং শিক্ষকদের জ্ঞান আরও বৃদ্ধি করার জন্য অনুষ্ঠিত হয়েছে। তাজবিদ ১ ও ২, রুখানি ও রাওয়ানখানি'র আলোকে উক্ত কোর্স অনুষ্ঠিত হয়েছে। এই কোর্সটি পাকিস্তানের আন্তর্জাতিক ক্বারি ওজাহাত রেজা পরিচালনা করেছেন।
কোর্সে পাকিস্তানের কোয়েটা প্রদেশের হাজারা টাউনের বিভিন্ন কুরআনিক সেন্টারের ৫৯ জন শিক্ষক ও শিক্ষিকা অংশগ্রহণ করেছেন।
এই কোর্সে অংশগ্রহণকারীদেরকে ১৮ই জ্বিলহজ (ঈদে গাদীর) এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে সার্টিফিকেট প্রদান করা হবে।
iqna

 

captcha