IQNA

ম্যাসেডোনিয়া থেকে মক্কায় যাত্রা শুরু করলেন অলবেনিয়ার দুই সাইকেল আরোহী

23:58 - June 24, 2018
সংবাদ: 2606052
আন্তর্জাতিক ডেস্ক: হজ পালনের উদ্দেশ্যে অলবেনিয়ার দুই ব্যক্তি ম্যাসেডোনিয়ার টেটোবো শহর থেকে সৌদি আরবের দিকে বাইসাইকেলে চড়ে রওয়া হয়েছেন।

ইমাম মাহদীর (আ.) আবির্ভাবের আলামত কি?

বার্তা সংস্থা ইকনা: অলেনিয়ার এই দুই ব্যক্তি হজ পালনের উদ্দেশ্যে গতকাল (২৩শে জুন) ম্যসেডোনিয়ার টেটোবো শহর থেকে সৌদি আরবের দিকে বাইসাইকেলে চড়ে রওয়া হয়েছেন। টেটোবো থেকে সৌদি আরবের দূরত্ব ৪৫৬৩ কিলোমিটার। এই দুই সাইকেল আরোহী দীর্ঘ এই পথ অতিক্রম করে এক আকর্ষণীয় রেকর্ড গড়ার সিদ্ধান্ত নিয়েছে।
সেনাদ ইদ্রিস এবং আমির আসলানি গতকাল আনুষ্ঠানিকভাবে তাদের আত্মীয় এবং বন্ধু-বান্ধবদের নিকট থেকে বিদায় নিয়ে হজের উদ্দেশ্য রওনা হয়েছেন।
উল্লেখ্য, ম্যাসেডোনিয়ার ইসলামি সংস্থা এবছরে হাজিদের হজ যাত্রার খরচ ৪১০০ ইউরো নির্ধারণ করেছে।
iqna

 

captcha