IQNA

নামায মানসিক ও আত্মিক শান্তি অর্জনের মাধ্যম

23:52 - June 24, 2018
সংবাদ: 2606049
নিয়মিত নামায আদায়ের মাধ্যমে মানুষ মানসিক ও আত্মিক শান্তি অর্জন করে থাকে। কেননা নামায হচ্ছে আল্লাহর পক্ষ থেকে বান্দাদের প্রতি স্বর্গীয় উপহার।



বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: নামায ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিধানের নাম। প্রতিদিন এক মু’মিন ও ধর্মপ্রাণ বান্দা নামাযের মাধ্যমে আল্লাহর সাথে সম্পর্ক স্থাপনের সুযোগ পায়। নামায একদিকে মানুষকে আত্মিক প্রশান্তি দান করে অপরদিকে শয়তানের প্রতারণা থেকেও রক্ষা করে।

নিয়মিত ও সময়মত নামায আদায়ের মাধ্যমে সামাজিক অবক্ষয় রোধ এবং যুবকদের বিচ্যুতির মরণ ছোবল থেকে রক্ষা করা সম্ভব। কেননা নামায মানুষকে ধর্ম ও ঈমানের পথে উদ্বুদ্ধ করে।

নামাযের অন্যতম উপকার হচ্ছে একজন নামাযি ব্যক্তি যখন পাক-পবিত্রতার সাথে নামায আদায়ের জন্য দন্ডায়মান হয়, তখন সে সর্বশক্তিমান আল্লাহর দরবারে মুনাজাত ও প্রার্থনার মাধ্যমে নিজের পার্থিব ও আধ্যাত্মিক চাহিদাসমূহ পুরণের সুযোগ লাভ করে। এমনকি নামায মানুষের মন ও অন্তরের শোক ও দু:খ এবং মুসিবাতসমূহকে দুরীভূত করে।

আর আল্লাহর দরবারে মুনাজাত হতে হবে বিশেষ একাগ্রতার সাথে। মুনাজাতে একাগ্রতা অর্জনের আরও একটি পদ্ধতি হচ্ছে এমন সময় দোয়া ও মুনাজাত করা যখন মানুষের মন ও অন্তর খুব সহজে আল্লাহর প্রতি নিবিষ্ট হয়। যেমন: গভীর রাতে তাহাজ্জুদের নামাযের পর, অতি প্রত্যুষে ফজরের নামায শেষে এবং এছাড়া এমন আরও সময় যখন চারিদিকের পরিবেশ শান্ত ও নিবিড় থাকে। কেননা পারিপার্শ্বিক পরিবেশও দোয়া ও মুনাজাতের উপর বিশেষ প্রভাব বিস্তার করে।

নামায সংস্কৃতির বিস্তার সাধনের মাধ্যমে যুবসমাজের ঈমান ও আকিদা সুদৃঢ় করা সম্ভব এবং এটা ইসলামের শত্রুদের সাংস্কৃতিক আগ্রাসন মোকাবেলায় কার্যকর ভূমিকা রাখে।

captcha