IQNA

২০৭০ সালের মধ্যে ইসলাম হবে সর্ববৃহৎ ধর্ম

23:51 - March 15, 2018
সংবাদ: 2605270
আন্তর্জাতিক ডেস্ক: আমেরিকার এক গবেষণা সেন্টার পূর্বানুমান করছে, আগামী ২০৭০ সালের মধ্যে ইসলাম হবে বিশ্বের সর্ববৃহৎ ধর্ম।

 ২০৭০ সালের মধ্যে ইসলাম হবে সর্ববৃহৎ ধর্ম

বার্তা সংস্থা ইকনা: আমেরিকান পিউ রিসার্চ সেন্টার এক বিবৃতিতে ঘোষণা করেছে, আগামী ২০৭০ সালের মধ্যে ইসলাম হবে বিশ্বের সর্ববৃহৎ ধর্ম। ইসলাম ধর্ম এমন একটি ধর্ম যা বিশ্বের জনসংখ্যা বৃদ্ধির থেকেও দ্রুত গতিতে এই ধর্মের অনুসারীদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।

পিউ রিসার্চ সেন্টারের ঘোষণা অনুযায়ী, ২০১০ থেকে ২০৫০ সালের মধ্যে বিশ্বে মুসলিম জনসংখ্যা ৭৩ শতাংশ বৃদ্ধি পাবে। অথচ খ্রিষ্টানের সংখ্যা ৩৫ শতাংশ বৃদ্ধি পাবে।

মুসলমানদের বৃদ্ধির সংখ্যা যদি বর্তমান পরিস্থিতির ভিত্তিতে অব্যাহত থাকে তাহলে এই শতাব্দীর শেষের দিকে খ্রিষ্টানদের তুলনায় মুসলমানদের সংখ্যা বেশী থাকবে। ২০৫০ সালের মধ্যে মুসলমানের সংখ্যা ২.৭৬ বিলিয়নে পৌঁছাবে এবং খ্রিষ্টানদের সংখ্যা ২.৯২ বিলিয়নে পৌঁছাবে।

খ্রিষ্টান জনসংখ্যার হ্রাসের প্রতি দৃষ্টিপাত করে এই সেন্টার বলেছে: এই শতাব্দীর শেষে খ্রিষ্টান ধর্মেরে অনুসারীদের সংখ্যা হ্রাস পেয়ে ৪ কোটিতে দাঁড়াবে। এসময়ের মধ্যে ১০ কোটি ৬ লাখ লোক এই ধর্ম ত্যাগ করবে।

উল্লেখ্য, আমেরিকান পিউ রিসার্চ সেন্টার বিশ্বের প্রধান ধর্মের ডেমোগ্রাফিক পরিবর্তনের প্রসঙ্গে কাজ করে। এই সেন্টারের হেড অফিস ওয়াশিংটনে অবস্থিত।

iqna

 

captcha