IQNA

বিগত কয়েক বছরে;

ইরাকে দায়েশের ১৯ হাজার সদস্য নিহত

20:49 - March 14, 2018
সংবাদ: 2605258
আন্তর্জাতিক ডেস্ক: ইরাকি ফেডারেল পুলিশ জানিয়েছে, সামরিক বাহিনীর সাথে তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের টানা তিন বছর যুদ্ধের ফলে দায়েশের ১৯ হাজার সদস্য নিহত হয়েছে।

 

বার্তা সংস্থা ইকনা: ইরাকি ফেডারেল পুলিশ কমান্ডার জেনারেল শাকের জুদেত ১২ই মার্চে এক বিবৃতিতে বলেছেন: এপর্যন্ত ইরাকের নেইনাওয়া, কিরকুক, সালাহ উদ্দীন ও আনবার প্রদেশসহ বাগদাদের উত্তরাঞ্চলে ১৯৪৮৪ জন দায়েশী সন্ত্রাসী নিহত হয়েছে।

তিনি বলেন: দায়েশের হাত থেকে ইরাকের চার প্রদেশের ২৭ হাজার বর্গ কিলোমিটারেরও বেশি জমি এবং ৮৯০টি শহর ও অঞ্চল মুক্ত করা হয়েছে।

এছাড়াও দায়েশ মুক্ত অভিযানে ২০১৬ সাল থেকে এপর্যন্ত ইরাকের হাজার হাজার নাগরিক নিহত হয়েছেন।

ইরাকি প্রধানমন্ত্রী হায়দার আল আবাদি ২০১৭ সালের ডিসেম্বর মাসে ইরাককে দায়েশমুক্ত ঘোষণা করেছে।

iqna 

 

 

 

captcha